ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ত্রিশালে মাদ্রাসাছাত্রী অপহরণ

শেখ মহিউদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৯, ৬ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ত্রিশালে মাদ্রাসাছাত্রী অপহরণ

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ : ময়মনসিংহের ত্রিশালে পঞ্চম শ্রেণির এক মাদ্রাসাছাত্রী অপহরণের শিকার হয়েছে।

 

ঘটনাটি ঘটেছে বুধবার সকালে ত্রিশাল উপজেলার রায়েরগ্রামে। এ ঘটনায় ত্রিশাল থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

অপহৃতার পরিবার ও মামলা সূত্রে জানা যায়, উপজেলার রায়েরগ্রামের ফকিরবাড়ির মো. তারা মিয়ার কিশোরী কন্যা রায়েরগ্রাম শহীদ স্মৃতি মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্রী সুমাইয়া আক্তার (১০) মাদ্রাসায় যাওয়া আসার পথে ওই গ্রামের গাড়িচালক আব্দুল আজিজ উত্যক্ত করত।

 

বুধবার সকালে মাদ্রাসায় যাওয়ার পথে ওতপেতে থাকা আব্দুল আজিজ ২/৩ জন সঙ্গীর সহযোগিতায় সুমাইয়াকে সিএনজিচালিত অটোরিকশায় তোলার চেষ্টা করে। এ সময় তার চিৎকার করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে পৌঁছার আগেই অপহরণকারীরা সুমাইয়াকে নিয়ে পালিয়ে যায়।

 

এ ঘটনায় অপহৃতার বাবা তারা মিয়া বাদী হয়ে আব্দুল আজিজকে আসামি করে অজ্ঞাত আরো ২/৩ জনের বিরুদ্ধে ত্রিশাল থানায় মামলা দায়ের করেছেন।

 

ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান জানান, এ ঘটনায় মামলা হয়েছে। অপহৃতকে উদ্ধার এবং আসামিদের গ্রেপ্তার করতে চেষ্টা চালানো হচ্ছে।

 

 

রাইজিংবিডি/ময়মনসিংহ/৬ জানুয়ারি ২০১৭/শেখ মহিউদ্দিন/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়