ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নিউজিল্যান্ডকে টানছেন উইলিয়ামসন

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১২, ৯ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নিউজিল্যান্ডকে টানছেন উইলিয়ামসন

শট খেলছেন কেন উইলিয়ামসন

ক্রীড়া ডেস্ক : ৫৬ রানে শেষ ৬ উইকেট তুলে নিয়ে ডানেডিন টেস্টের প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে ৩০৮ রানে অলআউট করেছে নিউজিল্যান্ড। পরে ব্যাটিংয়ে নেমে কেন উইলিয়ামসনের ব্যাটে চড়ে ভালো অবস্থানে আছে কিউইরা।

দ্বিতীয় দিনের খেলা শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ১৭৭ রান। উইলিয়ামসন ৭৮ ও জিতান প্যাটেল ৯ রানে অপরাজিত আছেন। ৭ উইকেট হাতে রেখে ১৩১ রানে পিছিয়ে আছে স্বাগতিকরা।

আগের দিনের ৪ উইকেটে ২২৯ রান নিয়ে বৃহস্পতিবার দ্বিতীয় দিন শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। ১২৮ রান নিয়ে দিন শুরু করা ডিন এলগার আর ১২ রান যোগ করেই নিল ওয়াগনারের বলে বিজে ওয়াটলিংকে ক্যাচ দিয়ে ফেরেন।

দলের ২৫২ রানে এলগারের বিদায়ের পর আর ৫৬ রান যোগ করতেই অলআউট হয়ে যায় প্রোটিয়ারা। ৩৮ রান নিয়ে দিন শুরু করা টেম্বা বাভুমা করেছেন ৬৪। ৬৪ রানে ৪ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের সেরা বোলার ট্রেন্ট বোল্ট। এ ছাড়া ওয়াগনার ৩টি, জিতান প্যাটেল ২টি আর জিমি নিশাম নেন একটি উইকেট।

জবাব দিতে নেমে নিউজিল্যান্ডের শুরুটা ভালো হয়নি। দলের ১৫ রানেই ভারনন ফিল্যান্ডারের বলে কুইন্টন ডি কককে ক্যাচ দিয়ে ফিরে যান টম ল্যাথাম (১০)। তবে দ্বিতীয় উইকেটে আরেক ওপেনার জিত রাভালের সঙ্গে ১১৮ রানের বড় জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামাল দেন উইলিয়ামসন। স্পিনার কেশব মাহরাজের বলে রাভাল (৫২) এলগারকে ক্যাচ দিলে ভাঙে এ জুটি।

খানিক বাদে বড় এক ধাক্কা খায় নিউজিল্যান্ড। পেশির চোট নিয়ে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন রস টেলর। তার জায়গায় ক্রিজে আসা হেনরি নিকোলাস দ্রুতই (১২) মাহরাজের বলে হাশিম আমলাকে ক্যাচ দিয়ে ফেরেন। নিউজিল্যান্ডের স্কোর তখন ৩ উইকেটে ১৬৫। প্যাটেলকে নিয়ে দিনের বাকি পাঁচ ওভার নিরাপদেই কাটিয়ে দেন উইলিয়ামসন।




রাইজিংবিডি/ঢাকা/৯ মার্চ ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়