ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

হ্যাজার্ডের জোড়া গোলে গার্দিওলার সিটির হার

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৫৫, ৬ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হ্যাজার্ডের জোড়া গোলে গার্দিওলার সিটির হার

ক্রীড়া ডেস্ক: কোচিং ক্যারিয়ারের এমন তিক্ত অভিজ্ঞতার স্বাদ এবারই প্রথম পেলেন পেপ গার্দিওলা। এর আগে বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের মতো বড় দলগুলোকে কোচিং করালেও এবার ইংলিশ লিগে এসে নতুন অভিজ্ঞতার মুখোমুখি স্প্যানিশ এ কোচ।

এর আগে লিগে কোনো দলের বিপক্ষে টানা দুই লেগে হারেননি গার্দিওলা। কিন্তু এবার ফর্মে থাকা চেলসির বিপক্ষে নিজেদের মাঠ এবং প্রতিপক্ষের মাঠে হেরেছে গার্দিওলার ম্যানসিটি। চেলসির মাঠে স্টামফোর্ড ব্রিজে গতকাল রাতে ২-১ ব্যবধানে হেরেছে সিটিজেনরা। এর আগে ঘরের মাঠে আগের দেখায় ৩-১ ব্যবধানে হেরেছিল গার্দিওলার প্রশিক্ষিত ম্যানসিটি।

স্টামফোর্ড ব্রিজে গতকাল ম্যাচের ১০ মিনিটেই ইডেন হ্যাজার্ডের গোলে এগিয়ে যায় চেলসি। সিজার আসপিলিকুয়েতার সহায়তায় দারুণ এক শটে ম্যানসিটির জাল কাঁপান হ্যাজার্ড। আগের ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ঘরের মাঠে হেরেছিল চেলসি। ফলে জয়ে ফিরতে এ ম্যাচে বেশ মরিয়া ছিল শিরোপা প্রত্যাশি দলটি। শুরুতে এগিয়ে গেলেও ম্যাচের ২৬ মিনিটে সার্জিও আগুয়েরোর গোলে সমতায় ফিরে ম্যানসিটি। ডি বক্সের বাইরে ডেভিড সিলভার বল গোলরক্ষক ফিরিয়ে দিলেও ফিরতি শটে থিবু করতোয়াকে পরাস্ত করেন আগুয়েরো।

তবে পেনাল্টির কল্যাণে ঘরের মাঠে আবারও এগিয়ে যায় চেলসি। ম্যাচের ২৬তম মিনিটে পেদ্রো রদ্রিগেসকে ডি বক্সের ভিতরে ফের্নান্দিনিয়ো ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। আর এ পেনাল্টি থেকে দারুণ দক্ষতায় ম্যানচেস্টার সিটির জাল কাঁপান হ্যাজার্ড। প্রথমার্ধে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিশ্রামে যায় দু’দল। দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হওয়ায় এ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক চেলসি।

সিটিজেনদের বিপক্ষে এ জয়ের ফলে ৩০ ম্যাচ শেষে শীর্ষে থাকা চেলসির পয়েন্ট ৭২। সমান ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে ইংলিশ লিগ পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে রয়েছে গার্দিওলার ম্যানচেস্টার সিটি।




রাইজিংবিডি/ঢাকা/৬ এপ্রিল ২০১৭/শামীম/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়