ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ঘরের মাঠে ডর্টমুন্ডকে উড়িয়ে দিল বায়ার্ন

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:২৩, ৯ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঘরের মাঠে ডর্টমুন্ডকে উড়িয়ে দিল বায়ার্ন

ক্রীড়া ডেস্ক: বুন্দেসলিগা শিরোপাটাকে যেন নিজেদের অঘোষিত সম্পত্তি বানিয়ে ফেলেছে বায়ার্ন মিউনিখ। চলতি মৌসুমেও শিরোপার দৌড়ে অন্যদের ছাড়িয়ে অনেক এগিয়ে রয়েছে দলটি।

লিগে শক্তিশালী প্রতিপক্ষ বরুশিয়া ডর্টমুন্ডও যেন তাদের কাছে কোনো পাত্তা পাচ্ছে না। গতকাল রাতে বুন্দেসলিগার ম্যাচে ডর্মটমুন্ডকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে বাভারিয়ানরা।

অ্যালিয়েঞ্জ অ্যারেনায় গতকাল লিগ প্রতিপক্ষ ডর্টমুন্ডকে স্বাগত জানিয়েছিল বায়ার্ন। ঘরের মাঠে রিবেরি-রোবেন-লেভানডফস্কিদের আক্রমনে ম্যাচের ১০ মিনিটেই ২-০ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ম্যাচের ৪ মিনিটেই বায়ার্নের হয়ে গোল উৎসবের সূচনা করেন রিবেরি। আর ম্যাচের দশম মিনিটে ব্যবধান দিগুন করেন লেভানডফস্কি। তবে ম্যাচের ২০ মিনিটে গুয়েরিরোর গোলে ২-১ গোলে ব্যবধান কমায় ডর্টমুন্ড। এ ব্যবধানেই বিশ্রামে যায় দু’দল।

বিশ্রাম শেষে নিজেদের মাঠে ডর্টমুন্ডকে পাত্তাই দেয়নি বায়ার্ন। দুর্দান্ত আক্রমনে ম্যাচের ৪৯ মিনিটে বায়ার্নকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন আরিয়েন রোবেন। আর ম্যাচের ৬৮ মিনিটে লেভানডফস্কির দ্বিতীয় গোলে ৪-১ ব্যবধানে এগিয়ে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় এ ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়ে কার্লো আনচেলত্তির বায়ার্ন।

বুন্দেসলিগায় এ জয়ের ফলে ২৮ ম্যাচ শেষে শীর্ষে থাকা বায়ার্নের পয়েন্ট ৬৮। সমান ম্যাচে বাভারিয়ানদের চেয়ে ১৮ পয়েন্ট পিছিয়ে চতুর্থ স্থানে রয়েছে বরুশিয়া ডর্টমুন্ড।



রাইজিংবিডি/ঢাকা/৯ এপ্রিল ২০১৭/শামীম/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়