ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

৫৬ ইউপিতে ভোট গ্রহণ চলছে

উজ্জল বিশ্বাস || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৪৫, ১৩ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৫৬ ইউপিতে ভোট গ্রহণ চলছে

নিজস্ব প্রতিবেদক : দেশের ৫৬ ইউনিয়ন পরিষদসহ (ইউপি) পৌরসভা ও জেলা পরিষদের বিভিন্ন পদে সাধারণ নির্বাচন, উপনির্বাচন ও স্থগিত কেন্দ্রে ভোট গ্রহণ চলছে।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়, চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত।

এর মধ্যে ২২টি ইউপিতে সাধারণ, ৩৪টি ইউপিতে উপ-নির্বাচন এবং দুটি ইউপিতে পুনঃনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। একই সঙ্গে পাবনার সুজানগর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে উপ-নির্বাচন ও সাতক্ষীরা জেলা পরিষদের স্থগিত দুটি ওয়ার্ডে ভোট গ্রহণ করা হচ্ছে।

সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট গ্রহণ  সম্পন্ন করতে সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও  পুলিশ সুপারদের চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার ও অন্যান্য ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

যে সব জেলায় নির্বাচন হচ্ছে সেগুলো হলো- ঠাকুরগাঁও, লালমনিরহাট, রংপুর, নওগাঁ, সিরাজগঞ্জ, নাটোর, পাবনা, বগুড়া, ঝিনাইদহ, সাতক্ষীরা, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, নরসিংদী, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, পিরোজপুর, পটুয়াখালী, বরিশাল, সিলেট, ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, চট্টগ্রাম ও রাঙ্গামাটি।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৩ জুলাই ২০১৭/উজ্জল/মিথুন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়