ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বেনাপোলে ফের সোনাসহ যাত্রী আটক

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১২, ১৫ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বেনাপোলে ফের সোনাসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক : বেনাপোলে আবারো বিশেষভাবে লুকায়িত ২.৭৫ কেজি সোনার বারসহ এক নারীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা।

আটককৃত সোনার মূল্য প্রায় ১ কোটি ৩৫ লাখ টাকা। এ নিয়ে গত এক সপ্তাহে তৃতীয়বারের মতো সোনা উদ্ধার করল সংস্থাটি।

শনিবার সকালে বেনাপোল চেকপোস্টে অভিযান চালিয়ে ভারতগামী যাত্রী রোকসানার কাছ থেকে ওই সোনা জব্দ করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান রাইজিংবিডিকে এ তথ্য জানিয়েছেন।

শুল্ক গোয়েন্দা জানায়, শনিবার সকাল ৯টায় বেনাপোল চেকপোস্ট পার হয়ে ভারতে প্রবেশের পথে এই যাত্রীকে শনাক্ত করা হয়। পরে নারী কর্মকর্তা দ্বারা পাচারকারীর শরীর তল্লাশি কর এই সোনা উদ্ধার করা হয়। যাত্রীর নাম বেগম রোকসানা। বয়স ৩০ বছর। সোনার বারগুলো যাত্রী স্কচটেপ দিয়ে শরীরে লুকিয়ে রেখেছিলেন।

সোনার বারগুলো সর্বোচ্চ ১ কেজি থেকে বিভিন্ন ওজনের। তার নিকট থেকে মোট ১১টি বার পাওয়া যায়। যার মোট ওজন ২.৭৫ কেজি।  যাত্রীকে আটক করে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এর আগে শুক্রবার পাঁচটি সোনার বার ও  ১২ জুলাই সাতটি সোনার বারসহ ভারতগামী যাত্রীকে আটক করে শুল্ক গোয়েন্দারা।




রাইজিংবিডি/ঢাকা/১৫ জুলাই ২০১৭/এম এ রহমান/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়