ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় নেপাল যাচ্ছে বাস্কেটবল দল

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৫, ৩১ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় নেপাল যাচ্ছে বাস্কেটবল দল

ক্রীড়া প্রতিবেদক : নেপালে ৫ থেকে ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে সাউথ এশিয়ান বাস্কেটবল অ্যাসোসিয়েশন (সাবা) অনূর্ধ্ব-১৬ (বালক) বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্টে অংশ নিবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ বাস্কেটবল দল। তাদের পৃষ্ঠপোষকতায় রয়েছে ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন।

এ বিষয়ে বিস্তারিত জানানোর জন্য আজ বৃহস্পতিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর (হেড অব স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের সহ-সভাপতি মইনুল আহসান মঞ্জু, সাধারণ সম্পাদক এ কে সরকার ও নেপালগামী বাংলাদেশ দলের ম্যানেজার মো. আলী হোসেনসহ অন্যান্যরা।

 



সংবাদ সম্মেলনে জানানো হয় ৩ সেপ্টেম্বর ১৪ সদস্যের বাংলাদেশ দল নেপালের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে। এই টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে ভুটান, মালদ্বীপ, পাকিস্তান, শ্রীলঙ্কা ও স্বাগতিক নেপাল। ভারতেরও অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। লিগ পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক এ কে সরকার বলেন, ‘এই টুর্নামেন্টে অংশ নেওয়ার ক্ষেত্রে বাস্কেটবল দলের পৃষ্ঠপোষকতার জন্য ওয়ালটন গ্রুপের কাছে প্রস্তাব দিই। তারা সেই প্রস্তাবে সাড়া দিয়ে বাস্কেটবল দলকে পৃষ্ঠপোষকতা করতে রাজি হয়েছে। সে জন্য তাদের ধন্যবাদ জানাই। ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে পরীক্ষা থাকায় তাদের আমরা পাচ্ছি না। তবে বিকেএসপির অনূর্ধ্ব-১৬ দলের খেলোয়াড়দের নিয়ে দল গঠন করা হয়েছে। আশা করছি তারা নেপাল থেকে ভালো ফল বয়ে নিয়ে আসবে।’

পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর (হেড অব স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), ‘বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের সঙ্গে এবারই প্রথম যুক্ত হয়েছি আমরা। আশা করছি ভবিষ্যতে তাদের সঙ্গে নিয়মিত কাজ করতে পারব। সাম্প্রতিক সময়ে বাস্কেটবল দলের পারফরম্যান্স বেশ ভালো। আশা করছি নেপাল থেকেও ভালো ফল নিয়ে আসবে তরুণ খেলোয়াড়রা। তবে এই সফরে সকল খেলোয়াড় ও কর্মকর্তাদের খুব সতর্ক থাকতে হবে। তারা বাংলাদেশের অ্যাম্বাসেডর। সুতরাং তাদের আচরণে কিংবা কাজকর্মে কেউ যাতে কষ্ট না পায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। দেশের ভাবমূর্তি যাতে ক্ষুন্ন না হয়। বাংলাদেশ দল যদি নেপাল থেকে ভালো ফল নিয়ে আসতে পারে তাহলে তাদের আমরা সংবর্ধনার ব্যবস্থা করব। যেমন অন্যান্যদের ক্ষেত্রেও ওয়ালটন গ্রুপ করে থাকে। বাংলাদেশ দলের জন্য ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে শুভকামনা জানাচ্ছি।’

 



নেপালগামী বাংলাদেশ দলের ম্যানেজার মো. আলী হোসেন বলেন, ‘ক্রিকেট কিংবা ফুটবলের মতো বাস্কেটবল অতোটা প্রচার পায় না। তারপরও বাস্কেটবল দলের পৃষ্ঠপোষকতায় প্রথমবারের মতো এগিয়ে আসায় ওয়ালটন গ্রুপকে ধন্যবাদ জানাচ্ছি। বিকেএসপির খেলোয়াড়দের নিয়ে এই দলটি গঠিত। তাদের প্রস্তুতিও ভালো। আশা করছি নেপাল থেকে ভালো ফল নিয়ে আসতে পারব। লিগ পদ্ধতিতে খেলা হবে।’

এই সফরে বাংলাদেশ দলের সহযোগিতায় রয়েছে ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। আর অনলাইন পার্টনার হিসেবে রয়েছে দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি.কম।



রাইজিংবিডি/ঢাকা/৩১ আগস্ট ২০১৭/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়