ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ম্যানিলা গেলেন এলজিআরডি মন্ত্রী

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫১, ১১ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ম্যানিলা গেলেন এলজিআরডি মন্ত্রী

সচিবালয় প্রতিবেদক : ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিতব্য সিরডাপ এর পরিচালনা পর্ষদের ২৩তম ও নির্বাহী কমিটির ৩১তম সভায় যোগ দিতে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন বুধবার সকালে জানান, মন্ত্রী সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে গত রাতে ঢাকা ত্যাগ করেছেন।

সিরডাপ এর পরিচালনা পর্ষদের সদস্য দেশগুলো এ সভায় অংশগ্রহণ করবে। ১৩ অক্টোবর সভা অনুষ্ঠিত হবে। সভায় সদস্য দেশসমূহের দারিদ্র্য দূরীকরণে গত বছরে গৃহীত কর্মকাণ্ডের সফলতা ও ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় নির্ধারণ করার কথা রয়েছে।

মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব (মন্ত্রীর একান্ত সচিব) মুহম্মদ ইব্রাহিম। আগামী ১৪ অক্টোবর শনিবার মন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।  

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১১ অক্টোবর ২০১৭/হাসান/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়