ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বক্সিং ডে টেস্টে স্টার্ককে নিয়ে শঙ্কা

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৪১, ২০ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বক্সিং ডে টেস্টে স্টার্ককে নিয়ে শঙ্কা

ক্রীড়া ডেস্ক: ইংল্যান্ডের বিপক্ষে মর্যাদার অ্যাশেজে ৩-০ ব্যবধানে সিরিজ জয়ের পর চতুর্থ টেস্টের জন্য অপরিবর্তিত স্কোয়াড ঘোষনা করেছে অস্ট্রেলিয়া। তবে ইনজুরির কারণে বক্সিং ডে টেস্টে স্বাগতিক পেসার মিচেল স্টার্ককে নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

পার্থ টেস্টের শুরু থেকেই স্টার্কের খেলা নিয়ে সন্দেহ তৈরি হয়েছিল। তবে কোনো অঘটন ছাড়াই সিরিজ নির্ধারণী ওই ম্যাচটি দুর্দান্ত পারফরম্যান্সে শেষ করেন তিনি। পার্থে জয়ের পর বাঁহাতি এ পেসারের গোড়ালির চোটের জন্য স্ক্যান করা হয়। স্ক্যান শেষে তার চোট নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

স্টার্কের চোট নিয়ে এক বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া জানায়, ‘সিডনিতে স্টার্কের স্ক্যান করানো হয়েছে। সেখানে গোড়ালিতে তার আঘাত ধরা পড়েছে। তবে পরিকল্পনা অনুযায়ী দলের সঙ্গে সে মেলবোর্নে যাবে। ম্যাচে খেলতে পারবে কিনা শেষ সময় পর্যন্ত আমরা সেটা যাচাই করে দেখবো।’

অ্যাশেজের শুরু থেকেই আগুনে ফর্মে স্টার্ক। শেষ তিন ম্যাচে ২১.০৫ গড়ে সর্বোচ্চ ১৯ উইকেট নিয়েছেন স্টার্ক। সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজে ৩-০ ব্যবধানে এগিযে যেতে অস্ট্রেলিয়ার হয়ে দারুণ ভূমিকা রেখেছেন তিনি।



রাইজিংবিডি/ঢাকা/২০ ডিসেম্বর ২০১৭/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়