ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

হারলেই পাঁচে নেমে যাবে ইংল্যান্ড

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৫, ৩ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হারলেই পাঁচে নেমে যাবে ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক : ইংল্যান্ড প্রথম তিন টেস্ট হেরে অস্ট্রেলিয়ার হাতে অ্যাশেজ ট্রফি তুলে দিয়েছে আগেই। মেলবোর্নে চতুর্থ টেস্টটা ড্র করে হোয়াইটওয়াশ এড়িয়েছে ইংলিশরা।

সিডনিতে বৃহস্পতিবার শুরু হচ্ছে পঞ্চম ও শেষ টেস্ট। সিডনিতে জিতে অস্ট্রেলিয়া থেকে অন্তত একটা জয় নিয়ে ফিরতে পারবে জো রুটের দল?

ইংল্যান্ড সিরিজ শুরু করেছিল র‍্যাঙ্কিংয়ে তিন নম্বরে থেকে (১০৫ পয়েন্ট), অস্ট্রেলিয়া পাঁচে থেকে (৯৭ পয়েন্ট)। সিডনিতে হারলেই পাঁচে নেমে যাবে রুটের দল। সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে থাকা অস্ট্রেলিয়া এরই মধ্যে তৃতীয় স্থানে উঠে আসা নিশ্চিত করেছে।

অস্ট্রেলিয়া যদি ৪-০ ব্যবধানে সিরিজ জেতে, তাহলে সিরিজ শেষে ১০৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকবে তারা। আর ইংল্যান্ড ৯৯ পয়েন্ট নিয়ে পাঁচে নেমে যাবে। অস্ট্রেলিয়া ৩-১ ব্যবধানে জিতলে তারা তিনে থাকবে ১০২ পয়েন্ট নিয়ে এবং ইংল্যান্ড ১০১ পয়েন্ট নিয়ে থাকবে চারে। ঠিক ১০০ পয়েন্ট নিয়ে এখন চারে আছে নিউজিল্যান্ড।

আইসিসি টেস্ট র‍্যাঙ্কিং

র‍্যাঙ্ক

দল

পয়েন্ট

ভারত

১২৪

দক্ষিণ আফ্রিকা

১১১

ইংল্যান্ড

১০৫

নিউজিল্যান্ড

১০০

অস্ট্রেলিয়া

৯৭

শ্রীলঙ্কা

৯৪

পাকিস্তান

৮৮

ওয়েস্ট ইন্ডিজ

৭২

বাংলাদেশ

৭২

১০

জিম্বাবুয়ে

০১

 


রাইজিংবিডি/ঢাকা/৩ জানুয়ারি ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়