ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

‘সংবিধানের বাইরে গিয়েও নির্বাচনের উদাহরণ আছে’

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৪, ২৪ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘সংবিধানের বাইরে গিয়েও নির্বাচনের উদাহরণ আছে’

জ্যেষ্ঠ প্রতিবেদক : নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ছাড়া জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা যাবে না জানিয়ে বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, এদেশে সংবিধানের বাইরে গিয়েও নির্বাচন করার উদাহরণ আছে।

বুধবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, ‘যদি এই সংবিধানে নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা সংশোধনীর মাধ্যমে এনে নির্বাচন হয়, তাহলে সংবিধান মোতাবেকই নির্বাচন হবে। আর যদি তারা এটা না করে তাহলেও বাংলাদেশে উদাহরণ আছে, সংবিধানের বাইরে অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে নির্বাচন হয়েছিল।’

নির্বাচনকালীন সরকার নিয়ে বিএন‌পি শান্তিপূর্ণ সমাধান চায় জানিয়ে দলটির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘৫ জানুয়ারি জাতীয় থেকে শুরু করে স্থানীয় সরকারের নির্বাচনে জনগণের ভোটের প্রতি যে অনীহা-অনাস্থা তা ফিরিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে। একই সঙ্গে ক্ষমতা দিয়ে সেনাবাহিনীকে নির্দিষ্ট দিনের জন্য মোতায়েন করতে হবে।’

‘আমাদের নেত্রী বলেছেন, নিরপেক্ষ সরকারের রূপরেখা তিনি (খালেদা জিয়া) দেবেন। আমরা প্রস্তুতি নিচ্ছি এবং উপযুক্ত সময়ে এই রূপরেখা দেওয়া হবে। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে। আর যদি আওয়ামী লীগ ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের পথে হাঁটে তাহলে জনগণ আন্দোলনের মাধ্যমের ভোটের অধিকার প্রতিষ্ঠা করবে’, বলেন তিনি।

‘বহুদলীয় গণতন্ত্র, শহীদ জিয়াউর রহমান : আজকের রাজনৈতিক প্রেক্ষাপট’ শীর্ষক এই সভার আয়োজন করে ‘জিয়া পরিষদ’ নামের একটি সংগঠন।

মোশাররফ হোসেন বলেন, ‘সংবিধানে নির্বাচনকালীন সরকারের কথা নেই। প্রধানমন্ত্রী যদি আন্তরিক হয়ে থাকেন তাহলে তার সেই কথা ধরে বলি নির্বাচনকালীন সরকার হ‌লে, সংবিধানে সংশোধনী আনতে হবে। আজকে সংসদে আওয়ামী লীগের দুই-তৃতীয়াংশ সদস্য আছেন। সংসদে তারা চাইলে সংশোধনী আনতে পারেন।’

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জিয়া পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবীর মুরাদের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের অধ্যাপক ড. এসএম হাসান তালুকদার, বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনা করেন জিয়া পরিষদের সিনিয়র যুগ্ম মহাসচিব আব্দুল্লাহিল মাসুদ।



রাইজিংবিডি/ঢাকা/২৪ জানুয়ারি ২০১৮/রেজা/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়