ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

বঙ্গবন্ধু সেতুতে সোয়া ১ ঘণ্টা যান চলাচল বন্ধ

শাহরিয়ার সিফাত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৪০, ৪ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বঙ্গবন্ধু সেতুতে সোয়া ১ ঘণ্টা যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুতে দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে যানচলাচল বন্ধ করে দেয় সেতু কর্তৃপক্ষ।

রোববার সকাল ৭টা থেকে সোয়া এক ঘণ্টাব্যাপী সবকটি টোল আদায় বন্ধ রেখে যান চলাচল বন্ধ রাখা হয়। পরে সকাল সোয়া ৮টার দিকে কুয়াশা কিছুটা কমে এলে ২টি টোল আদায় চালু করা হয়। এতে সেতুর উভয়পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) আছাবুর রহমান জানান, ভোররাত থেকেই বঙ্গবন্ধু সেতু এলাকায় কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। পরে সকালের দিকে কুয়াশার ঘনত্বের পরিমাণ আরো বেড়ে যান চলাচল বিঘ্নিত হওয়ায় দুর্ঘটনা এড়াতে সেতু কর্তৃপক্ষ সকাল ৭টা থেকে টোল আদায় বন্ধ রাখে।

পরে সোয়া ৮টার দিকে কুয়াশার পরিমাণ কমে এলে সীমিত আকারে দুটি লেন চালু করা হয়। যানজট নিরসনে হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশ কাজ করে যাচ্ছে। বেলা বাড়ার সাথে সাথে যানজট নিরসন হবে বলেও তিনি জানান।



রাইজিংবিডি/টাঙ্গাইল/৪ ফেব্রুয়ারি ২০১৮/শাহরিয়ার সিফাত/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়