ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘ঢাকায় ৩ বছরের বেশি থাকা শিক্ষকদের বদলি করে দিন’

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৩৮, ২৭ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘ঢাকায় ৩ বছরের বেশি থাকা শিক্ষকদের বদলি করে দিন’

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে যে সব শিক্ষকেরা তিন বছরের বেশি সময় ধরে আছেন, তাদের অন্যত্র বদলি করে দিতে বলেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

রোববার কোচিং বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে রাজধানীর কয়েকটি সরকারি বিদ্যালয়ের শিক্ষকের বদলিসংক্রান্ত এক মামলার শুনানিতে অ্যাটর্নি জেনারেলের বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি এ মন্তব্য করেন।

শুনানির এক পর্যায়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আদালতকে বলেন, অনেক শিক্ষক ঢাকায় ১০-১২ বছর ধরে আছেন। এদের অনেকেই কোচিং বাণিজ্য করছেন। প্রধান বিচারপতি এ সময় বলেন, কেন? তিন বছর পর পর তো বদলি করার কথা। তাহলে এর জন্য তো মন্ত্রণালয়-অধিদপ্তর দায়ী।

প্রধান বিচারপতি বলেন, ঢাকার সরকারি বিদ্যালয়ের যে সব শিক্ষক তিন বছরের বেশি সময় ধরে আছেন তাদের বদলি করে দিন।



রাইজিংবিডি/ঢাকা/২৭ মে ২০১৮/মেহেদী/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়