ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

যৌন রোগের কমন উপসর্গ

এস এম গল্প ইকবাল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৫, ২৩ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যৌন রোগের কমন উপসর্গ

প্রতীকী ছবি

এস এম গল্প ইকবাল : নিজের যৌনাঙ্গে অপ্রত্যাশিত বা বৈরী কোনোকিছু হলে তা পরীক্ষা করাতে লজ্জা পাবেন না। অধিকাংশ যৌনবাহিত রোগ উপসর্গ সৃষ্টি না করলেও কিছু রোগ এমন লক্ষণ প্রকাশ করে যা সত্যিই আপনার নজর এড়াবে না।

জনস হপকিন্স ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক খলিল ঘানেম বলেন, ‘রোগভেদে এসব উপসর্গ ভিন্ন হয়ে থাকে।’ যদি আপনি কোনো ধরনের আনপ্রোটেক্টেড সেক্স বা অনিরাপদ যৌনক্রিয়া করেন, তাহলে আপনার কোনো ধরনের যৌনবাহিত রোগ আছে কিনা তা নির্ণয় করতে স্ক্রিনিং করানো প্রয়োজন হবে।’

যদি আপনার এ প্রতিবেদনে উল্লেখিত উপসর্গগুলো হয়ে থাকে (এমনকি তা চলে গেলেও), তাহলে বুঝবেন যে আপনি সমস্যা বা বিপদের মধ্যে আছেন। ডা. ঘানেম বলেন, ‘কিছু যৌনবাহিত রোগের উপসর্গ নিজে নিজে দূর হয়ে যায়।’ তিনি বলেন, ‘এমনকি আপনার উপসর্গে চলে গেলেও শরীরে এখনো অর্গানিজম আছে।’ যার মানে হচ্ছে, আপনি এখনো আপনার সঙ্গীকে ইনফেক্ট বা সংক্রমিত করতে পারেন অথবা পরবর্তীতে যৌনবাহিত রোগ উদ্দীপিত আরো মারাত্মক স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে পারেন। চলুন জেনে নেওয়া যাক, যৌনবাহিত রোগের কিছু রেড ফ্ল্যাগ বা সতর্কীকরণ নির্দেশক বা উপসর্গ।

* ঘা, পিণ্ড ও ফোস্কা
ডা. ঘানেম বলেন, ‘কিছু কমন যৌনবাহিত রোগ যন্ত্রণাদায়ক অথবা ব্যথাবিহীন লাম্প বা পিণ্ড, ব্লিস্টার বা ফোস্কা ও ঘা সৃষ্টি করতে পারে।’ উদাহরণস্বরূপ, সিফিলিস এক বা একাধিক ব্যথাবিহীন ঘা সৃষ্টি করতে পারে, যা আলসার নামেও পরিচিত। ডা. ঘানেম বলেন, ‘আপনি আলসার দেখতে পারেন এবং এটির ওপর আঙুল রাখলে তা অনুভব করতে পারেন।’ কিন্তু এই ঘা আপনাকে ব্যথা দেবে না, অথবা আপনি জ্বালাতন অনুভব করবেন না। অন্যদিকে, হার্পিস ছোট ফোস্কা সৃষ্টি করতে পারে এবং তা ফেটে যন্ত্রণাদায়ক ক্ষতে পরিণত হতে পারে। আপনার পায়ু, মুখ, জ্বিহ্বা, গলা, শিশ্ন, অণ্ডকোষ ও কুঁচকিতে যৌনবাহিত রোগজনিত ইনফেকশন হতে পারে।

ডা. ঘানেম বলেন, ‘আপনার পায়ুতে অথবা মুখে আলসার বা লাম্প হলে আপনার পক্ষে এটি হেমোরয়েড, কোল্ড সোর বা জ্বরঠোসা অথবা অন্যান্য অযৌনবাহিত সমস্যার কারণে হচ্ছে কিনা তা পার্থক্য করা অসম্ভব হতে পারে।’ যদি আপনার জেনিটাল বা গোপনাঙ্গ বা এর আশেপাশে কোনো অস্বাভাবিক কিছু দেখেন, তাহলে চিকিৎসকের শরণাপন্ন হোন। আপনার মুখ, গলা অথবা পায়ুতে কোনো লক্ষণ দেখা দিলে তা দুশ্চিন্তার কারণ হবে যদি আপনি সম্প্রতি আনপ্রোটেক্টেড সেক্সে লিপ্ত হয়ে থাকেন।

* অস্বাভাবিক ডিসচার্জ
যেকোনো ধরনের অস্বাভাবিক বা যন্ত্রণাদায়ক পেনাইল ডিসচার্জ অথবা জ্বালাপোড়াসহ ডিসচার্জ কোনো যৌনবাহিত রোগের লক্ষণ হতে পারে, যেমন- গনোরিয়া, ক্ল্যামিডিয়া বা ট্রিচোমোনিয়াসেস। ডা. ঘানেম বলেন, ‘এই ডিসচার্জ সাদা বা স্বচ্ছ বা জলীয় হতে পারে। তবে ডিসচার্জ কেমন হবে তার কোনো ধরাবাধা নিয়ম নেই।’ ডিসচার্জ আপনার পেনিসকে সবসময় লিকআউট প্রবণ করতে পারে। যদি আপনার পেনিস চেপে ধরেন এবং কিছু তরল বের হয়, তাহলে তা উদ্বেগের বিষয়। ডা. ঘানেম বলেন, ‘আপনার তখন সর্বাধিক ডিসচার্জ হতে পারে, যখন মূত্রত্যাগ করবেন না। আপনার অন্তর্বাসে দাগ লক্ষ্য করবেন, অথবা যখন মূত্রত্যাগ করতে যাবেন তখন আপনার অন্তর্বাসে কিছু দেখবেন।’

* জ্বর
অনেক মেডিক্যালীয় দশার কারণে জ্বর হতে পারে। শরীরের তাপমাত্রা স্বাভাবিকের উপরে হলেই যে সবসময় উদ্বিগ্ন হতে হবে এমনটা নয়। কিন্তু যদি আপনি সম্প্রতি রিস্কি সেক্স বা ঝুঁকিপূর্ণ যৌনক্রিয়ায় লিপ্ত হয়ে থাকেন এবং আপনার হঠাৎ জ্বর বিকশিত হয়, তাহলে তা কোনো যৌনবাহিত ইনফেকশন নির্দেশ করতে পারে, বলেন ডা. ঘানেম। মায়ো ক্লিনিক অনুসারে, এইচআইভি ও হেপাটাইটিসের মতো কমন যৌনবাহিত রোগের কারণে জ্বর ডেভেলপ হতে পারে।

* অন্যান্য সম্ভাব্য উপসর্গ
যৌনবাহিত রোগ আপনার অণ্ডকোষ অথবা পায়ুতে ব্যথা সৃষ্টি করতে পারে। এসব স্থানে সংবেদনশীলতা বা চুলকানি হতে পারে। আপনার কুঁচকি, পায়ু কিংবা মুখের আশেপাশে স্কিন র‍্যাশ ডেভেলপ হতে পারে। সিডিসি অনুসারে, সিফিলিসের দ্বিতীয় পর্যায়ে (প্রাথমিক পর্যায়ে ফোস্কা ওঠার তিন থেকে ছয় সপ্তাহ পর এই পর্যায় শুরু হতে পারে) আপনার হাতের তালু বা পায়ের পাতায় অমসৃণ, লাল বা বাদামী স্পট ডেভেলপ হতে পারে।

তথ্যসূত্র : ম্যান’স হেলথ




রাইজিংবিডি/ঢাকা/২৩ জুলাই ২০১৮/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়