ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বাংলাদেশের ২৩তম সিরিজ জয়

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৬, ২৪ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাংলাদেশের ২৩তম সিরিজ জয়

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে : জিম্বাবুয়েকে দ্বিতীয় ওয়ানডেতে ৭ উইকেটে হারিয়ে ২৩তম ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ নিল বাংলাদেশ। দেশের মাটিতে দুই বছর পর দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ জিতল টাইগাররা। দেশের মাটিতে এটি বাংলাদেশের ১৮তম সিরিজ জয়। এছাড়া দেশের বাইরে জিতেছে ৫টি সিরিজ।

২০০৫ সালে জিম্বাবুয়েকে হারিয়ে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জেতে বাংলাদেশ। ঘরের মাঠে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ বাংলাদেশ ৩-২ ব্যবধানে জিতে নেয়। এরপর সাফল্যের খাতায় একে একে নতুন সিরিজ যুক্ত হয়।

দেশের বাইরে প্রথম সিরিজ জিতে নেয় ২০০৬ সালে। কেনিয়াকে তাদের মাটিতে ৩-০ ব্যবধানে হারায় টাইগাররা। বাংলাদেশ সবশেষ ওয়ানডে সিরিজ জেতে ২০১৬ সালের অক্টোবরে। ঘরের মাঠে আফগানিস্তানকে ২-১ ব্যবধানে হারায় মাশরাফির দল।

বিদেশে সবশেষ সিরিজ জেতে চলতি বছর। ওয়েস্ট ইন্ডিজকে ওদের মাটিতে হারায় ২-১ ব্যবধানে।

রাইজিংবিডি’র পাঠকদের জন্য এক নজরে বাংলাদেশের জয় পাওয়া সিরিজগুলো তুলে ধরা হলো:

 

 

প্রতিপক্ষ

সাল

ব্যবধান

মাঠ

জিম্বাবুয়ে

২০০৫

৩-২

বাংলাদেশ

কেনিয়া

২০০৫

৪-০

বাংলাদেশ

কেনিয়া

২০০৬

৩-০

কেনিয়া

জিম্বাবুয়ে

২০০৬/০৭

৫-০

বাংলাদেশ

স্কটল্যান্ড

২০০৬/০৭

২-০

বাংলাদেশ

জিম্বাবুয়ে

২০০৬/০৭

৩-১

জিম্বাবুয়ে

আয়ারল্যান্ড

২০০৭/০৮

৩-০

বাংলাদেশ

জিম্বাবুয়ে

২০০৮/০৯

২-১

বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজ

২০০৯

৩-০

ওয়েস্ট ইন্ডিজ

জিম্বাবুয়ে

২০০৯

৪-১

জিম্বাবুয়ে

জিম্বাবুয়ে

২০০৯/১০

৪-১

বাংলাদেশ

নিউজিল্যান্ড

২০১১/১১

৪-০

বাংলাদেশ

জিম্বাবুয়ে

২০১১/১১

৩-১

বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজ

২০১২/১৩

৩-২

বাংলাদেশ

নিউজিল্যান্ড

২০১৩/১৪

৩-০

বাংলাদেশ

জিম্বাবুয়ে

২০১৪

৩-০

বাংলাদেশ

পাকিস্তান

২০১৫

৩-০

বাংলাদেশ

ভারত

২০১৫

২-১

বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকা

২০১৫

২-১

বাংলাদেশ

জিম্বাবুয়ে

২০১৫

৩-০

বাংলাদেশ

আফগানিস্তান

২০১৬

২-১

বাংলাদেশ

 

ওয়েস্ট ইন্ডিজ

২০১৮

২-১

ওয়েস্ট ইন্ডিজ

জিম্বাবুয়ে

২০১৮

২-০ (দ্বিতীয় ম্যাচ পর্যন্ত)

বাংলাদেশ





রাইজিংবিডি/ঢাকা/২৪ অক্টোবর ২০১৮/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়