ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সম্প্রতি যা ভালো শিখেছেন মাশরাফি

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৪, ৮ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সম্প্রতি যা ভালো শিখেছেন মাশরাফি

ক্রীড়া প্রতিবেদক : আগে ছিলেন শুধু ক্রিকেটার। গত কিছুদিন ধরে মাশরাফি বিন মুর্তজার নামের পাশে যোগ হয়েছে আরেকটি পরিচয়- সংসদ সদস্য। কিছুদিন আগে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। গত কিছুদিন ক্রিকেটের পাশাপাশি রাজনীতির মাঠেও তাই সমান তালে দৌড়ঝাঁপ করতে হয়েছে তাকে। মাঠের ক্রিকেটে মনোযোগ রাখাটা তাই বেশ কঠিন। তবে সম্প্রতি তিনি একটা ব্যাপার খুব ভালো শিখেছেন। আর তা হলো বর্তমানে থাকা। যখন যেটা করছেন, সেখানেই পূর্ণ মনোযোগ দিচ্ছেন।

গত মাসের মাঝামাঝি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ হওয়ার দুই দিন পরই নড়াইলে নির্বাচনী প্রচারের জন্য চলে যান মাশরাফি। ৩০ তারিখ হয়েছে নির্বাচন। মাঝের সময়টা শুধু নির্বাচন নিয়েই ব্যস্ত থাকতে হয়েছে তাকে। নির্বাচনের পর ১ জানুয়ারি ফিরেছেন ঢাকায়। পরদিনই আবার মাঠে। ঘাম ঝরিয়েছেন মিরপুরের জিমে। তার পরদিন সংসদ সদস্য হিসেবে শপথ  নিয়েছেন। সেই অনুষ্ঠান শেষ করেই আবার মিরপুরে যোগ দিয়েছেন দলের অনুশীলনে। ৫ তারিখ বিপিএলে খেলেছেন প্রথম ম্যাচ। পরদিন আবার ম্যাচ। একদিনের বিরতি দিয়ে মঙ্গলবার আবার মাঠে নামলেন। আর নেমেই করলেন ক্যারিয়ার সেরা টি-টোয়েন্টি বোলিং, দলের জয়ে ১১ রানে নিলেন ৪ উইকেট। প্রথম দুই ম্যাচেও নিয়েছিলেন ৩ উইকেট। 

সংবাদ সম্মেলনে রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফি বললেন, বর্তমানের জন্যই নিজেকে সব সময় প্রস্তুত রাখেন তিনি, ‘প্রথমত হচ্ছে, মনোযোগটা খুব গুরুত্বপূর্ণ। কয়েকদিন আগেও আমি আপনাদের সামনে এসে বলেছিলাম যে আমার ট্রানজেকসন পার্টটা খুব কঠিন ছিল। কিন্তু আমি বেশ মনোযোগী ছিলাম। আমি যখন যেটা করছিলাম সেটাতে মনোযোগ রেখেছি। সম্প্রতি আমি একটা জিনিস ভালো শিখেছি যে আমি বর্তমানে থাকতে পারি। কারণ এত বেশি শিফটিং হয়েছে আমার লাইফে। খেলা, নির্বাচন, খেলা- এটা আমাকে শক্তি দিচ্ছে যে আমি বর্তমানে শক্তভাবে থাকতে পারছি। নড়াইল থেকে এসে দুদিন আগে অনুশীলনও করতে পারিনি। আমার মনে হয় মানসিকভাবে আমার প্রস্তুতি ভালো ছিল। আমার ক্ষেত্রে আমি বলতে পারি যে আমি মনোযোগী ছিলাম যে আমার খেলতে হবে প্রথম ম্যাচ থেকে।’

কিন্তু দুই দিকেই সামলাতে গিয়ে বাড়তি চাপটা কীভাবে সামলান? মাশরাফির জবাব, ‘আমি তো প্রত্যেক ম্যাচে অবশ্যই পারফর্ম করতে পারব না। আগেও বলেছি এটা আমার নিয়ন্ত্রণে না। আমি শুধু আমাকে নিয়ন্ত্রণ করতে পারি। আমি শুধু দেখব আর শুনব..আমার কাজ পারফর্ম করা। এগুলো সব সময় নিয়ন্ত্রণে থাকে না। যে বসে আছে সুযোগ নিয়ে সে হয়তো কোনো সময় সুযোগ তো পাবেই।’




রাইজিংবিডি/ঢাকা/৮ জানুয়ারি ২০১৯/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়