ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

১৮৭৭ থেকে ২০১৯ : ১৪২ বছরে অস্ট্রেলিয়ার ১০০০ জয়

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৯, ১২ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
১৮৭৭ থেকে ২০১৯ : ১৪২ বছরে অস্ট্রেলিয়ার ১০০০ জয়

ক্রীড়া ডেস্ক : অস্ট্রেলিয়া ক্রিকেট দল তাদের প্রথম আন্তর্জাতিক জয় পায় আজ থেকে ১৪২ বছর আগে ১৮৭৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে। সেটার ১৪২ বছর পর আজ শনিবার (১২ জানুয়ারি, ২০১৯) পেয়েছে তাদের সহস্রতম আন্তর্জাতিক জয়।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে আজ শনিবার তারা ভারতকে হারিয়েছে ৩৪ রানে। এই জয়টি চলতি বছরে তাদের প্রথম জয় হলেও আন্তর্জাতিক ক্রিকেটে ১০০০তম জয়। ক্রিকেট ইতিহাসে প্রথম কোনো দল হিসেবে অস্ট্রেলিয়া এমন এক অনন্য মাইলফলক স্পর্শ করল।

মজার ব্যাপার হল অস্ট্রেলিয়ার ২০০তম, ৭০০তম ও ১০০০তম আন্তর্জাতিক জয় একই প্রতিপক্ষের বিপক্ষে, ভারত। আর প্রথম, ৩০০তম, ৪০০তম ও ৯০০তম জয় ইংল্যান্ডের বিপক্ষে। ৫০০তম ও ৮০০তম জয় এসেছিল পাকিস্তানের বিপক্ষে। ১০০তম ও ৬০০তম জয় এসেছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

চলুন চোখ বুলিয়ে নেওয়া যাক অস্ট্রেলিয়ার ১, ১০০, ২০০, ৩০০, ৪০০, ৫০০, ৬০০, ৭০০, ৮০০, ৯০০ ও ১০০০তম জয়ে। 

১ম জয়, টেস্ট, ১৮৭৭ সাল :
অস্ট্রেলিয়া তাদের প্রথম জয়টি পেয়েছিল ১৮৭৭ সালের ১৫ মার্চ ঘরের মাঠ মেলবোর্নে ইংল্যান্ডের বিপক্ষে।মেলবোর্ন টেস্টে অস্ট্রেলিয়া জয় পেয়েছিল ৪৫ রানে।

১০০তম জয়, টেস্ট, ১৯৫১ :
প্রথম আন্তর্জাতিক জয়ের ৭৪ বছর পর অস্ট্রেলিয়া তাদের শততম জয় পায়। ১৯৫১ সালের ৯ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্রিসবেনে টেস্ট জিতে অজিরা। টেস্টে ৩ উইকেটে ক্যারিবীয়দের হারিয়েছিল অস্ট্রেলিয়া।

২০০তম জয়, ওয়ানডে, ১৯৮১ :
শততম আন্তর্জাতিক জয়ের ৩০ বছরের মাথায় অস্ট্রেলিয়া তাদের ২০০তম  জয়ের মাইলফলক স্পর্শ করে। ১৯৮১ সালের ৮ জানুয়ারি সিডনিতে ভারতের বিপক্ষে ছিল তাদের ২০০তম জয়। ওয়ানডে সেবার ৯ উইকেটের বড় ব্যবধানে জিতেছিল অজিরা।

৩০০তম জয়, টেস্ট, ১৯৮৯ :
২০০তম জয়ের ৮ বছরের মধ্যে অস্ট্রেলিয়া তাদের ৩০০তম জয়ের মাইলফলক স্পর্শ করে। আর সেটা করে টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে লিডসে ১৯৮৯ সালের ৮ জুন। জয় পেয়েছিল ২১০ রানের বড় ব্যবধানে।

৪০০তম জয়, ওয়ানডে, ১৯৯৪ :
অস্ট্রেলিয়ার ৪০০তম জয়টিও এসেছিল ইংল্যান্ডের বিপক্ষে। এবার অবশ্য ফরম্যাট বদলেছে। ১৯৯৪ সালের ৬ ডিসেম্বর সিডনিতে ওয়ানডেতে ইংল্যান্ডের বিপক্ষে ৪০০তম জয় ‍তুলে নেয় অস্ট্রেলিয়া। সেবার ওয়ানডেতে ২৮ রানে জয় পেয়েছিল স্বাগতিকরা।

৫০০তম জয়, টেস্ট, ১৯৯৯ :
সময়ের হিসেবে অস্ট্রেলিয়ার ৫০০তম আন্তর্জাতিক ম্যাচ জিতেছে ৫ বছরেরও কম সময়ে। ১৯৯৯ সালের ২৬ নভেম্বর পার্থে পাকিস্তানের বিপক্ষে ৫০০তম জয় পায় অস্ট্রেলিয়া। সেবার টেস্টে পাকিস্তানকে ইনিংস ও ২০ রানের ব্যবধানে হারিয়েছিল শক্তিশালী অস্ট্রেলিয়া।

৬০০তম জয়, টেস্ট, ২০০৩ :
৫০০তম জয় পাওয়ার মাত্র ৩ বছর ৫ মাস ৫ দিনের ব্যবধানে অস্ট্রেলিয়া তাদের ৬০০তম আন্তর্জাতিক জয়ের মাইলফলক স্পর্শ করে। ২০০৩ সালের ১ মে ব্রিজটাউনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে ৯ উইকেটে জয় পায় অজিরা।

৭০০তম জয়, ওয়ানডে, ২০০৬ :
২০০তম জয়ের পর অস্ট্রেলিয়ার তাদের ৭০০তম জয়টিও তুলে নেয় ভারতের বিপক্ষে। দুটিই ছিল ওয়ানডে। ২০০৬ সালের ২২ সেপ্টেম্বর মালয়েশিয়ার কুয়ালালামপুরে ভারতের বিপক্ষে ওয়ানডেতে ১৮ রানে জয় পায় অস্ট্রেলিয়া।

৮০০তম জয়, ওয়ানডে, ২০১০ :
৫০০তম জয়ের পর পাকিস্তানের বিপক্ষে ৮০০তম জয়টিও পায় অস্ট্রেলিয়া। এবার অবশ্য ফরম্যাট ভিন্ন, ওয়ানডে। ২০১০ সালের ২৯ জানুয়ারি পার্থে ওয়ানডেতে ১৩৫ রানের ব্যবধানে জয় পায় অস্ট্রেলিয়া।

৯০০তম জয়, টি-টোয়েন্টি, ২০১৪ :
১ম, ৩০০তম, ৪০০তম জয়ের পর ৯০০তম আন্তর্জাতিক জয়টিও ইংল্যান্ডের বিপক্ষে পায় অস্ট্রেলিয়া। এবার অবশ্য টি-টোয়েন্টি ফরম্যাটে। ২০১৪ সালের ৩১ জানুয়ারি মেলবোর্নে টি-টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটে জয় পায় অজিরা।

১০০০তম জয়, ওয়ানডে, ২০১৯ :
প্রথম জয়ের ১৪২ বছরের মাথায়, ভারতের বিপক্ষে ১০০০তম জয় পায় অস্ট্রেলিয়া। আজ ১২ জানুয়ারি সিডনিতে ওয়ানডে ম্যাচে ভারতকে ৩৪ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। যা তাদের ক্রিকেট ইতিহাসে সহস্রতম আন্তর্জাতিক জয়।



রাইজিংবিডি/ঢাকা/১২ জানুয়ারি ২০১৯/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়