ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে কামিন্স-হোল্ডার

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৮, ৫ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে কামিন্স-হোল্ডার

প্যাট কামিন্স

ক্রীড়া ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেলেন প্যাট কামিন্স। আইসিসি টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে উঠে এসেছেন অস্ট্রেলিয়ার এই পেসার। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ভালো করে ক্যারিয়ার সেরা অবস্থানে আছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডারও।

মঙ্গলবার প্রকাশিত নতুন র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে জেমস অ্যান্ডারসনকে টপকে দুইয়ে উঠেছেন কামিন্স। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১৪ উইকেট নিয়েছেন ২৫ বছর বয়সি ডানহাতি এই পেসার।

ইংল্যান্ডের বিপক্ষে ১০ উইকেটে জেতা দ্বিতীয় টেস্টে পাঁচ উইকেট নেওয়া হোল্ডার আছেন ছয় নম্বরে। চার ধাপ এগিয়ে হোল্ডারের পয়েন্ট এখন ৭৭৮, যা ২০০১ সালে কোর্টনি ওয়ালশের পর ওয়েস্ট ইন্ডিজের কোনো বোলারের সর্বোচ্চ।



র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে ওয়েস্ট ইন্ডিজের অন্য দুই পেসার কেমার রোচ আর শ্যানন গ্যাব্রিয়েলেরও। অ্যান্টিগায় দ্বিতীয় টেস্টে আট উইকেট নিয়ে ম্যাচসেরা হওয়া রোচ আট ধাপ এগিয়ে ১২তম ও গ্যাব্রিয়েল এক ধাপ এগিয়ে ১১তম স্থানে আছেন।

ক্যানবেরায় শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে দশ উইকেট নিয়ে ম্যাচসেরা হওয়া অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার মিচেল স্টার্ক এগিয়েছেন দশ ধাপ, আছেন ১৫তম স্থানে।

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে চার পয়েন্ট অর্জন করেছে অস্ট্রেলিয়া। ১০৪ পয়েন্ট নিয়ে র‍্যাঙ্কিংয়ে আগের মতো পাঁচেই আছে টিম পেইনের দল। ছয়ে থাকা শ্রীলঙ্কা হারিয়েছে দুই পয়েন্ট (৮৯)।



রাইজিংবিডি/ঢাকা/৫ ফেব্রুয়ারি ২০১৯/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়