ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

অভিবাসন প্রত্যাশীদের হামলায় ৫৫ সীমান্তরক্ষী আহত

শাহেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৩, ২ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অভিবাসন প্রত্যাশীদের হামলায় ৫৫ সীমান্তরক্ষী আহত

আন্তর্জাতিক ডেস্ক : আফ্রিকার ১ হাজার ১০০ অভিবাসনপ্রত্যাশী উত্তর আফ্রিকায় স্পেনের ছিটমহল কিউটায় প্রবেশের চেষ্টা চালিয়েছে। এসময় অভিবাসন প্রত্যাশীদের হামলায় আহত হয়েছে ৫৫ জন সীমান্তরক্ষী।

 

রোববার নতুন বছরের প্রথম প্রহরে এ ঘটনা ঘটেছে।

 

কর্মকর্তারা জানিয়েছেন, সহস্রাধিক এই অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে মাত্র দুজন সীমান্ত পাড়ি দিতে সক্ষম হয়েছেন। কিন্তু এই দুজনই সীমান্তের ২০ ফুট উঁচু বেড়া টপকানোর সময় আহত হয়েছেন। চিকিৎসার জন্য তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

গত ডিসেম্বরে চার শতাধিক অভিবাসনপ্রত্যাশী কিউটার সীমান্ত পাড়ি দিতে সক্ষম হয়েছিল। এরপরই এসব অভিবাসন প্রত্যাশী এ চেষ্টা করেছিল।

 

এক স্পেনীয় কর্মকর্তা জানিয়েছেন, আহতদের মধ্যে ৫৫ জন মরক্কোর ও পাঁচজন স্পেনের সীমান্তরক্ষী। স্পেনীয় সীমান্তরক্ষীদের মধ্যে একজন তার একটি চোখ হারিয়েছেন।

 

হাঙ্গামার পরও অধিকাংশ অভিবাসন প্রত্যাশীকে আটকে দেওয়া হয়েছে। তারা আবার মরক্কোতে ফিরে গেছেন । এরপরও বহু অভিবাসনপ্রত্যাশী বেড়া টপকে ভেতরে প্রবেশ করেছিল। কিন্তু স্পেনীয় রক্ষীরা তাদের মরক্কোয় পাঠিয়ে দেয়।   

 

কিউটায় স্পেনীয় সরকারের প্রতিনিধির দপ্তর এক বিবৃতিতে এ ঘটনাকে ‘অত্যন্ত সহিংস ও সংগঠিত’ বলে বর্ণনা করেছে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২ জানুয়ারি ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়