ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

যুক্তরাষ্ট্রের অভিযোগে মস্কো ক্লান্ত

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৭, ৯ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যুক্তরাষ্ট্রের অভিযোগে মস্কো ক্লান্ত

আন্তর্জাতিক ডেস্ক : নির্বাচনে হ্যাকিংয়ে রাশিয়ার সম্পৃক্ততার বিষয়ে যুক্তরাষ্ট্রের ক্রমাগত অভিযোগে মস্কো ক্লান্ত হয়ে পড়েছে। ওয়াশিংটনের এ অভিযোগে, মধ্যযুগের ডাইনি খোঁজার কথা মনে করিয়ে দেয়। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ সোমবার এ মন্তব্য করেছেন।

গত বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন চলাকালে হিলারি ক্লিনটন, ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটির ওয়েবসাইট ও তার প্রচারশিবিরে সাইবার হামলা চালানোয় রুশ প্রেসিডেন্ট পুতিনের নির্দেশ ছিল বলে অভিযোগ করে মার্কিন গোয়েন্দারা । রাশিয়া তাৎক্ষনিক এ অভিযোগের সত্যতা অস্বীকার করে। একই সঙ্গে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এটি ভিত্তিহীন বলে উড়িয়ে দেন। তবে শুক্রবার ট্রাম্পের সঙ্গে গোয়েন্দা কর্মকর্তাদের বৈঠক হয়েছে। এরপরই ট্রাম্প রুশ সংশ্লিষ্টতার বিষয়টি মেনে নেন। এ বৈঠকের তিনদিন পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানালো মস্কো।

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তা যে প্রতিবেদন প্রকাশ করেছে তা ভিত্তিহীন দাবি করে পেশকভ বলেন, ‘হ্যাকিংয়ে সংশ্লিষ্টতার অভিযোগ মস্কো খোলাখুলিভাবে বারবার অস্বীকার করে আসছে।’

তিনি বলেন, ‘কোনো কিছুর সমর্থন ছাড়া ভিত্তিহীন অভিযোগ নবীশ ও অপেশাদারিত্বের সঙ্গে উপস্থাপন করা হয়েছে। আমরা আসলে জানি না, তারা কোন তথ্যের ওপর আস্থা রাখছে।’



রাইজিংবিডি/ঢাকা/৯ জানুয়ারি ২০১৬/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ