ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ইরান, ভারতের কেনিয়া

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৯, ২১ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ইরান, ভারতের কেনিয়া

চতুর্থ রোলবল বিশ্বকাপের লোগো

ক্রীড়া প্রতিবেদক : রোলবল বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে স্বাগতিক বাংলাদেশ, তৃতীয় আসরের চ্যাম্পিয়ন ভারত, ফাইনালিস্ট ইরান ও কেনিয়া। ফাইনালে যাওয়ার লড়াইয়ে বাংলাদেশ তাদের প্রতিপক্ষ হিসেবে পেয়েছে শক্তিশালী ইরানকে। আর ভারত পেয়েছে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ কেনিয়াকে।

বুধবার মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সকাল সাড়ে ১১টায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে কেনিয়া ও ভারত। একই ভেন্যুতে দ্বিতীয় সেমিফাইনালে দুপুর পৌনে একটায় লড়বে বাংলাদেশ ও ইরান।

মঙ্গলবার বাংলাদেশ ৬-৩ গোলে নেপালকে হারিয়ে সেমিফাইনালে ওঠে। ইরান ৬-২ গোলে পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালের টিকিট পায়। কেনিয়া ৬-৫ গোলে লাটভিয়াকে হারিয়ে সেমিফাইনালে উত্তীর্ণ হয়। আর বর্তমান চ্যাম্পিয়ন ভারত ৪০-০ গোলে জাম্বিয়াকে উড়িয়ে দিয়ে ফাইনালে ওঠে।

বুধবার বিকেল পৌনে চারটায় অনুষ্ঠিত হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। আর সন্ধ্যা ৬.৪৫টায় মাঠে গড়াবে ফাইনাল ম্যাচ। আর ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে চতুর্থ রোলবল বিশ্বকাপের সামপনী অনুষ্ঠান। সেখানে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।



রাইজিংবিডি/ঢাকা/২১ ফেব্রুয়ারি ২০১৭/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়