ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

গণপরিবহন শূন্য রাজধানী, দুর্ভোগ

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৩২, ১ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গণপরিবহন শূন্য রাজধানী, দুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক : পরিবহন শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটে গণপরিবহন শূন্য হয়ে পড়েছে রাজধানী ঢাকা।

বুধবার সকাল থেকে রাজধানীর কোনো এলাকায়ই গণপরিবহন চলাচল করতে দেখা যায়নি। বেশির ভাগ এলাকাতে হিউম্যান হলারও বন্ধ করে দেওয়া হয়েছে।

এতে দুর্ভোগে পড়তে হয়েছে অফিসগামী, শিক্ষার্থী ও সাধারণ মানুষদের। বিশেষ করে আজ এসএসসি পরীক্ষার্থীদের কৃষি শিক্ষা পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ধর্মঘটে তারাও কেন্দ্রে যেতে পারছে না।

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় রিয়াদ আহমেদ নামের এক এসএসসি পরীক্ষার্থী রাইজিংবিডিকে বলে, ‘আমার পরীক্ষা সেন্টার পড়েছে ঢাকা বিজ্ঞান কলেজে। সকালে বাসা থেকে বের হয়েছি। এখন পর্যন্ত কোনো বাস বা লেগুনা পাচ্ছি না। সিএনজি অটোরিকশা বা রিকশাওলারাও বাড়তি ভাড়া চাচ্ছে।’

রিয়াদের মামা আপেল মাহমুদ বলেন, ‘রিয়াদের পরীক্ষা থাকায় সকাল সাড়ে ৭টার দিকে বাসা থেকে বের হয়েছি। কিন্তু এখন অবধি কোনো বাস পায়নি। আবার সিএনজি পেলেও মুহূর্তের মধ্যে অন্য কেউ নিয়ে নিচ্ছে। তা না হলে মাত্রারিক্ত ভাড়া দাবি করছে। এত দূর হেঁটে যাওয়া সম্ভব না। এখন তাকে যে কীভাবে পরীক্ষা কেন্দ্রে যাব?’

ফার্মগেট থেকে মতিঝিলে অফিসে যাবেন মোক্তার হোসেন। তিনি বলেন, ‘শ্রমিকরা ধর্মঘট না ডেকে সরকারের সঙ্গে আলোচনায় বসলেই তো হয়। সাধারণ মানুষকে দুর্ভোগে ফেলার কোনো যৌক্তিকতা তো দেখি না। দুই ঘণ্টা দাঁড়িয়েও গাড়ি পাচ্ছি না।’

শুধু গণপরিবহন নয়, ধর্মঘটে চলছে না বেশির ভাগ পাবলিক বিশ্ববিদ্যালয়ের বাস। তাদের আতঙ্ক ধর্মঘটকারীরা এগুলোর ওপর হামলা চালাবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাইমুন সোলাইমান বলেন, ‘প্রতিদিন বিশ্ববিদ্যালয়ের বাসে ক্যাম্পাসে যাই। আজ বাস আসছে না। অন্যদিকে গণপরিবহনও পাচ্ছি না।’

চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরের মাইক্রোবাসে চাপা দিয়ে তাদের হত্যাকারী বাসচালক জামির হোসেনের যাবজ্জীবন ও সাভারে ট্রাকচাপা দিয়ে নারীকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড পাওয়া ট্রাকচালক মীর হোসেনের মুক্তির দাবিতে পরিবহন ধর্মঘট পালন করছে শ্রমিকরা। তারা দাবি করছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে।

বাংলাদেশ আন্তঃজেলা ট্রাকচালক ইউনিয়নের সভাপতি তাজুল ইসলাম বলেন, ‘দাবি না মানা পর্যন্ত ধর্মঘট চলবে।’




রাইজিংবিডি/ঢাকা/১ মার্চ ২০১৭/নূর/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়