ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সেরা কোচের দৌড়ে জিদান, এনরিক ও গার্দিওলা

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:০৫, ১৮ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সেরা কোচের দৌড়ে জিদান, এনরিক ও গার্দিওলা

ক্রীড়া ডেস্ক : মৌসুম জুড়ে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য বর্ষসেরা কোচের দৌড়ে রয়েছেন জিনেদিন জিদান, লুইস এনরিক এবং পেপ গার্দিওলারা। দ্য বেস্ট কোচ অ্যাওয়ার্ডের জন্য ১২ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফিফা।

সংক্ষিপ্ত তালিকায় লা লিগার আধিপত্যের সঙ্গে ইংলিশ লিগ থেকেও রয়েছেন বেশ কয়েকজন কোচ। এদের মধ্যে ম্যানচেস্টার ইউনাইটেডকে ইউরোপা লিগের শিরোপা জেতানো কোচ হোসে মরিনহো এবং টটেনহাম কোচ মাউরিচিও পচেত্তিনো রয়েছেন। এছাড়া ইংলিশ লিগ শিরোপার জন্য এ তালিকায় ঠাঁই পেয়েছেন চেলসি কোচ অ্যান্তেনিও কন্তে।

২০১৭ সালে রিয়ালকে মোট চারটি শিরোপা জেতানোয় এ পুরস্কারের জন্য হট ফেবারিট ধরা হচ্ছে জিদানকে। গতবার তিনজনের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন ফরাসি এ কোচ। এ তালিকায় আরও রয়েছেন ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি, ডিয়েগো সিমিওনে, কার্লো আনচেলত্তি

এবার ফিফা কনফেডারেশন্স কাপের শিরোপা জেতায় জার্মান কোচ জোয়াকিম লোর সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না অনেকেই। তার সঙ্গে আন্তর্জাতিক দলের কোচ হিসেবে এ তালিকায় জায়গা করে নিয়েছেন ব্রাজিলের কোচ তিতে।



রাইজিংবিডি/ঢাকা/১৮ আগস্ট ২০১৭/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়