ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

হার্ভেতে মৃতের সংখ্যা বেড়ে ৪৪

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৩৫, ১ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হার্ভেতে মৃতের সংখ্যা বেড়ে ৪৪

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেক্সাসে ঘূর্ণিঝড় হার্ভের আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ৪৪ জনে দাঁড়িয়েছে। ঝড় ও প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় ইতিমধ্যে গৃহহীন হয়ে পড়েছে উপকূলীয় এলাকার ১০ লাখেরও বেশি মানুষ। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী এলাইন ডিউক জানিয়েছেন, টেক্সাসের প্রায় ৭ লাখ ৭৯ হাজার বাসিন্দাকে তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলা হয়েছে। এছাড়া নতুন করে বন্যার আশঙ্কায় স্বেচ্ছায় ওই এলাকা ত্যাগ করেছে ৯ লাখ ৮০ হাজার বাসিন্দা।

হোস্টনের ৮০ মাইল পূর্বে অবস্থিত বিউমন্ট শহরে পানি সরবরাহ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে। শহরটিতে নদীর পানি বাড়ার আশঙ্কা দেখা দেওয়ায় হাসপাতালের রোগী ও স্থানীয় বাসিন্দাদের সরিয়ে প্রতিবেশী অরেঞ্জ জেলায় নিয়ে যাওয়া হয়েছে। হোস্টনের চারদিক ঘিরে থাকা হ্যারিস জেলা পানিতে তলিয়ে গেছে। জেলার ভেতরে ১৮ ইঞ্চি বা তার চেয়েও বেশি উচ্চতায় পানি প্রবাহিত হচ্ছে।

কর্মকর্তারা জানিয়েছেন, হোস্টনসহ আশেপাশের ছয়টি জেলায় কমপক্ষে ৪৪জন মারা গেছে। এছাড়া আরো ১৯ জন এখনো নিখোঁজ রয়েছে।

এদিকে হোয়াইট হাউজ জানিয়েছে, হার্ভের আঘাতে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য কংগ্রেসের কাছে ৫৯০ বিলিয়ন ডলার ত্রাণ তহবিলের অনুমোদন চাইবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কংগ্রেসে রিপাবলিকান ও ডেমোক্রেট উভয় দলই ট্রাম্পের এ প্রস্তাবে সমর্থন দেবে বলে আশা প্রকাশ করেছেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স।



রাইজিংবিডি/ঢাকা/১ সেপ্টেম্বর ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়