ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ফিল্ডিং মুশফিকের চিন্তার কারণ

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৬, ৭ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফিল্ডিং মুশফিকের চিন্তার কারণ

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে : নাথান লায়নকে এগিয়ে এসে মারতে গিয়ে বল মিস করলেন সাব্বির রহমান। বল ফাঁকি দিল স্টাম্পকেও। উইকেটের পেছনে দাঁড়িয়ে ম্যাথু ওয়েড। বল এতটাই নিচে ছিল যে তালুবন্দি করতে প্রায় ক্রিজে বসে পড়েন ওয়েড। তবুও স্টাম্পিংয়ের সুযোগ হাতছাড়া করেননি। বল ঠিকই তালুবন্দি করে স্টাম্প ভাঙেন। চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের চিত্র এটি।

দ্বিতীয় দিনেও ঘটেছিল এমন ঘটনা। মেহেদী হাসান মিরাজের বলে ব্যক্তিগত ৭২ রানে এগিয়ে গিয়ে বিগ শট খেলতে গেলেন ডেভিড ওয়ার্নার। মিরাজের ঘূর্ণি মিস করলেন ওয়ার্নার। বল নিচু হয়ে গেল উইকেটের পেছনে। কিন্তু মুশফিক বল ধরতে ব্যর্থ। বল তার প্যাডে আঘাত করে ফিরে আসল। ৭২ রানে থাকা ওয়ার্নার জীবন পেয়ে করলেন ১২৩ রান। ওয়ার্নারকে এমন সুযোগ দিয়ে দলের বিপদ মুশফিক ডেকে আনেন, তা বলার অপেক্ষা রাখে না।

ওয়েড যেখানে সুযোগটিকে কাজে লাগিয়েছিলেন, মুশফিক সেখানে ব্যর্থ। ওয়ার্নার এর আগেও ৫২ রানে জীবন পেয়েছিলেন মুমিনুলের হাতে। সুযোগগুলো যে দলের পরাজয়ের কারণ হয়ে দাঁড়ায়, তা বলতে দ্বিধা করেননি দলপতি।

সংবাদ সম্মেলনে মুশফিক বলেন, ‘যখন আপনি চার-পাঁচটা করে সুযোগ হাতছাড়া করবেন, সেটা দলের জন্য মাইনাস পয়েন্ট। এটা নিয়ে অবশ্যই আমরা চিন্তিত।’ 

দলে বিশেষজ্ঞ স্লিপ ফিল্ডার না থাকার আক্ষেপ অধিনায়কের, ‘আমাদের দলে সেরকম স্পেশালিষ্ট স্লিপ ফিল্ডার নেই, যেটা বিশ্ব ক্রিকেটের অন্যান্য দলের আছে। তারা ওই কাজগুলো সব সময় করে থাকে। আমাদের দলে এরকম খুব কমই আছে স্পেশালিস্ট। আমরা চেষ্টা করছি আমাদের যারাই আছে তাদেরকে ইচ্ছে না থাকলেও ওই জায়গাটায় করিয়ে যেন তাদেরকে স্পেশালিস্ট বানানো যায়।’

কিছু সুযোগ হাতছাড়া করলেও দারুণ কিছু ক্যাচও নিয়েছে বাংলাদেশের ফিল্ডাররা। মুশফিক নিজেও ডানদিকে ঝাঁপিয়ে পড়ে এক হাতে ম্যাট রেনশর দারুণ ক্যাচ নিয়েছিলেন। মুশফিক তাই দুদিকেই তাকাচ্ছেন, ‘আমাদের শুধু মিস করা দেখলেই হবে না। আমাদের ফিল্ডাররা কিছু অসাধারণ ক্যাচও নিয়েছে। মিস হতেই পারে। কিন্তু সত্যি বলতে আমরা অন্যন্য দলের থেকে বেশি করে ফেলছি। অবশ্যই এটা একটা চিন্তার কারণ। লোয়ার একটা দল যখন বড় দলের বিপক্ষে খেলবেন, তাদেরকে যখন বেশি সুযোগ দিবেন, তখন কিন্তু আপনি অনেক পিছিয়ে থাকবেন।’

ভবিষ্যতে আরো ভালো ফিল্ডিংয়ের প্রত্যয় অধিনায়কের কণ্ঠে, ‘চেষ্টা করা ছাড়া আসলে আমাদের কিছু করার নেই। ভবিষ্যতে আমরা চেষ্টা করব যারা ক্লোজিং ফিল্ডিংয়ে আছি, তারা যেন বেটার এফোর্ট দিতে পারি। ভুলগুলো কম করতে পারি।’



রাইজিংবিডি/চট্টগ্রাম/৭ সেপ্টেম্বর ২০১৭/ইয়াসিন/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়