ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

দৌড়ের ওপর সাগর-শম্পা

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৬, ১৬ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দৌড়ের ওপর সাগর-শম্পা

‘যে কথা হয়নি বলা’ নাটকের শুটিংয়ের দৃশ্য

বিনোদন ডেস্ক : নগরীর উত্তরার আবাসিক এলাকার পথ ধরে প্রাণপণে দৌড়াচ্ছেন অভিনেত্রী শম্পা হাসনাইন। তার চোখে-মুখে আতঙ্ক। লাঠি হাতে শম্পাকে তাড়া করছেন অভিনেতা শাখাওয়াত সাগর। তিনি একা নন তার সঙ্গে রয়েছে বেশ কজন সাঙ্গপাঙ্গ। বিশ্ব ভালোবাসা দিবসে এমন অবস্থায় দেখা গেছে সাগর-শম্পাকে। তবে এসবই নাটকের গল্পের প্রয়োজনে।

সম্প্রতি ‘যে কথা হয়নি বলা’ একক নাটকে জুটি বেঁধে অভিনয় করেন শম্পা-সাগর। আশিক চৌধুরীর রচনায় এটি পরিচালনা করেছেন মনিরুজ্জামান মনির।

এ দৃশ্যে অভিনয়ের অভিজ্ঞতা জানিয়ে শম্পা হাসনাইন রাইজিংবিডিকে বলেন, ‘গল্পের প্রয়োজনে এভাবে আমরা রাস্তায় দৌড়েছি। অনেকটা পথ আমাদের দৌড়াতে হয়। এদিকে ব্যস্ত রাস্তা, রিকশা, গাড়ি টুকটাক চলছিল। এভাবে দৌড়াতে বেশ কষ্ট হয়েছে। তবে অনেক মজা পেয়েছি।’

নাটকের গল্প প্রসঙ্গে শম্পা হাসনাইন বলেন, ‘নাটকের গল্পে আমি আর সাগর স্বামী-স্ত্রী। কিন্তু গল্পের প্রয়োজনে আমি আর আশিক প্রেমিক-প্রেমিকার অভিনয় করি। তারপর সাগর তার সাঙ্গপাঙ্গ নিয়ে আমাকে তাড়া করে বেড়ায়। অনেকটা হাস্যরসের মধ্য দিয়ে ভালোবাসার এ গল্পটি এগিয়েছে। ফিল্মি ঘরানার মজার একটি গল্প এটি। প্রথমবারের মতো আমাদের দুজনকে এমন চরিত্রে দেখা যাবে।’

তিনি আরো বলেন, ‘বিশ্ব ভালোবাসা দিবসে পারতপক্ষে আমি শুটিং রাখার পক্ষপাতি না। বছরের এ দিনটি নিজের মতো করে কাটাতে চাই। পরে আমাদের দুজনের ডেট একসঙ্গে নেয়া হয়, তারপর ভাবলাম সারাদিন একসঙ্গেই তো থাকব। কাজ না থাকলে দুজনে একসঙ্গে বাসাতেই তো থাকতাম। এইজন্য ১৪ ফেব্রুয়ারি নাটকটির শুটিং করি। ভালোবাসা দিবস উপলক্ষে আমরা শুটিং সেটে কেক কেটেছি, নিজেদের মতো করেই দিনটি কাটিয়েছি।’

গত ১৪-১৫ ফেব্রুয়ারি উত্তরার একটি শুটিং হাউসসহ ডিয়া বাড়ির বিভিন্ন স্থানে নাটকটির দৃশ্যায়নের কাজ শেষ হয়েছে। খুব শিগগির বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে এটি প্রচারিত হবে বলে জানা গেছে।   

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৬ ফেব্রুয়ারি ২০১৮/শান্ত /মারুফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়