ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কুয়েতে বাংলাদেশি শ্রমিকদের ভিসা প্রদানে নিষেধাজ্ঞা

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৮, ৬ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কুয়েতে বাংলাদেশি শ্রমিকদের ভিসা প্রদানে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশি শ্রমিক নিয়োগে নিষেধাজ্ঞা আরোপ করেছে কুয়েত। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ নিষেধাজ্ঞা আরোপ করেছে বলে মঙ্গলবার কুয়েত টাইমস জানিয়েছে।

কুয়েতের নাগরিকত্ব ও পাসপোর্ট সম্পর্ক বিষয়ক সহকারী আন্ডারসেক্রেটারি শেইখ মাজেন আল-জাররাহ সোমবার এই নিষেধাজ্ঞা আরোপ করেছেন। গত সপ্তাহে কুয়েতে কর্মরত বাংলাদেশির সংখ্যা ২ লাখে পৌঁছে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম আল-আনবা।

লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম আল-আরাবিয়া জানিয়েছে, এর আগে বাংলাদেশি শ্রমিকদের যাতে আর ভিসা না দেওয়া হয় সেজন্য একটি ডিক্রি জারি করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী শেইখ খালিদ।

নিয়োগে অনিয়ম ও অবৈধ কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগ ওঠার পর ২০০৭ সালে কুয়েত বাংলাদেশি শ্রমিকদের নিয়োগ বন্ধ করে দেয়। ২০১৪ সালে এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ২০১৬ সালে দেশটি বাংলাদেশি শ্রমিকদের গৃহকর্মে নিয়োগে নিষেধাজ্ঞা আরোপ করে।



রাইজিংবিডি/ঢাকা/৬ ফেব্রুয়ারি ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়