ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

বিচারকদের গোপন নথি ১৫ ফেব্রুয়ারির মধ্যে পাঠাতে নির্দেশ

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২১, ১১ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিচারকদের গোপন নথি ১৫ ফেব্রুয়ারির মধ্যে পাঠাতে নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : আদালতের বিচার বিভাগীয় কর্মকর্তাদের বার্ষিক গোপন প্রতিবেদন (এসিআর) পাঠাতে হবে প্রতি বছরের ১৫ ফেব্রুয়ারির মধ্যে।

রোববার প্রধান বিচারপতির নির্দেশে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. জাকির হোসেনের স্বাক্ষরে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়।

সার্কুলারে বলা হয়, বিভিন্ন পর্যায়ে কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তাদের পদোন্নতি ও নানা প্রয়োজনে এসিআর প্রয়োজন হয়। এর আগে বিভিন্ন সময় এ সংক্রান্ত সার্কুলার জারি করা হলেও কিছু কর্মকর্তা আদেশ প্রতিপালন করেননি। এতে নানা রকম প্রশাসনিক সমস্যা হচ্ছে। এসিআর সংক্রান্ত নির্দেশনাসমূহ যথাযথভাবে পালন না করা চাকরির শৃঙ্খলার পরিপন্থি। এ ছাড়া জুডিশিয়াল সার্ভিস (শৃঙ্খলা বিধিমালা) বিধিমালা, ২০১৭ অনুযায়ী ,অসাদাচরণ ও শাস্তিযোগ্য।

সার্কুলারে আরো বলা হয়, প্রতি বছরের ১৫ ফেব্রুয়ারির মধ্যে বিচার বিভাগীয় কর্মকর্তাদের বার্ষিক গোপন অনুবেদন (এসিআর) হাইকোর্টে পাঠাতে নির্দেশ প্রদান করা হলো। নির্দেশ পালনে ব্যর্থদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



রাইজিংবিডি/ঢাকা/১১ মার্চ ২০১৮/মেহেদী/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়