ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

চট্টগ্রামে ১৫ লাখ ইয়াবাসহ বিপুল মাদক ধ্বংস

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১২, ২ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চট্টগ্রামে ১৫ লাখ ইয়াবাসহ বিপুল মাদক ধ্বংস

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগর পুলিশ বিভিন্ন সময়ে অভিযানকালে আটককৃত প্রায় ১৫ লাখ ৩৮ হাজার পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে।

শনিবার নগরীর লালদিঘীস্থ পুলিশ সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। এ সময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার, বিপিএম, পিপিএম, চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ওসমান গনি, চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান খান উপস্থিত ছিলেন।

এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) কুসুম দেওয়ান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) আমেনা বেগম, উপ-পুলিশ কমিশনার (সদর) শ্যামল কুমার নাথ, উপ-পুলিশ কমিশনার (বন্দর) হারুন-উর-রশিদ হাযারী, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. আব্দুল ওয়ারীশ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এস.এম. মোস্তাইন হোসেন, বিপিএম, উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) মো. ফারুক উল হক, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-বন্দর) সৈয়দ আবু সায়েম, উপ-পুলিশ কমিশনার (এমটি ও সরবরাহ) মো. মারুফ হোসেন, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) মো. মোখলেছুর রহমান, উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) হাসান মো. শওকত আলী, উপ-পুলিশ কমিশনার (ডিবি-বন্দর) মোহাম্মদ শহীদুল্লাহ, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-বন্দর) ফাতিহা ইয়াছমিন, সকল অতি. উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনাররা উপস্থিত ছিলেন।

মাদকদ্রব্য ধ্বংস করার সময় পুলিশ কমিশনার বলেন, মাদক ব্যবসায়ীরা দেশের শত্রু। মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে। সাংবাদিকদের কাছে কোনো তথ্য থাকলে তা জানানোর অনুরোধ করেন পুলিশ কমিশনার।

ধ্বংসকৃত মাদকের মধ্যে ছিল ইয়াবা ১৫ লাখ ৩৮ হাজার ৫০০ পিস, গাঁজা ৯ কেজি ৮০০ গ্রাম।

 

 

 

রাইজিংবিডি/চট্টগ্রাম/২ জুন ২০১৮/রেজাউল/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়