ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

জিসিসি নির্বাচন : জাহাঙ্গীর ও হাসান কোথায় ভোট দেবেন

হাসমত আলী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০২, ২৫ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জিসিসি নির্বাচন : জাহাঙ্গীর ও হাসান কোথায় ভোট দেবেন

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : রাত পোহালেই (মঙ্গলবার, ২৬ জুন) অনুষ্ঠিত হবে গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) নির্বাচন। প্রার্থী, কর্মী-সমর্থক, ভোটারসহ সবার এখন অপেক্ষা ভোট দেওয়ার।

এ নির্বাচনে মেয়র পদে প্রার্থী সাতজন হলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলম এবং বিএনপির প্রার্থী মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকারের মধ্যে- এমনটাই নগরবাসীর ধারণা।

আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম সকালে সিটি করপোরেশনের কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং বিএনপি প্রার্থী মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার সকাল ৮টার দিকে টঙ্গীর বশির উদ্দিন উদয়ন একাডেমিতে ভোট দেবেন। প্রচারণা বন্ধ থাকায়েআজ তারা উভয়েই নিজ নিজ বাড়িতে সময় কাটিয়েছেন। সোমবার প্রার্থীদের মিডিয়া সেল এ তথ্য জানিয়েছে।

৫৭টি সাধারণ এবং ১৯টি সংরক্ষিত ওয়ার্ড বিশিষ্ট ৩২৯ বর্গ কিলোমিটার আয়তনের গাজীপুর সিটি করপোরেশনে মোট ভোটার ১১ লাখ ৩৭ হাজার ৭৩৭ জন। নির্বাচনে মেয়র পদে সাতজন, সংরক্ষিত ওয়ার্ডে সদস্য পদে ৮৪ জন এবং সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ২৫৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।



রাইজিংবিডি/গাজীপুর/২৫ জুন ২০১৮/হাসমত আলী/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়