ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বিরুদ্ধ উইকেট ছিল না : সাকিব

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৭, ২৪ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিরুদ্ধ উইকেট ছিল না : সাকিব

ক্রীড়া প্রতিবেদক : চট্টগ্রাম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র আড়াই দিনে জয় পেয়েছে বাংলাদেশ। এত কম সময়ে ম্যাচের ফলাফল আসার কৃতিত্বটা বেশিরভাগই কিন্তু বোলারদের। ব্যাটিং ব্যর্থতায় দ্বিতীয় ইনিংসে কোনো দলই দেড়’শ ছাড়াতে পারেনি দলীয় সংগ্রহ।

দ্বিতীয় ইনিংসে ব্যাটসম্যানদের ভোগানোর কাজগুলো বেশি করেছেন স্পিনাররা। মোট ৪০ উইকেটের ৩৪টাই গেছে স্পিনারদের পকেটে। স্পিনারদের বিপরীতে ব্যাটসম্যানদের এমন ব্যর্থতায় উইকেটে বিরুদ্ধ কন্ডিশনে ছিল কিনা জানতে চাওয়া হয়েছে বাংলাদেশ দলের অধিনায়কের কাছে। ম্যাচ শেষে উইকেট নিয়ে সাকিব বলেন, ‘আমাদের হোমে যে ধরনের উইকেট হওয়ার উচিত কিংবা দরকার, সেই ধরনের উইকেটই তাঁরা বানানোর চেষ্টা করেছে। উইকেট যেমনই আমরা যদি ভালো জায়গায় বল না করি তাহলে কিছুই কাজে আসে না। এগুলো আসলে সকলের সম্মিলিত প্রচেষ্টার ফল।’

টিকে থাকার জন্য ব্যাটসম্যানদের যুদ্ধ করতে হলেও উইকেটকে আনপ্লেয়েবল বলতে রাজি নান সাকিব। এ প্রসঙ্গে তার ভাষ্য, ‘প্রতিটা উইকেটই আমার কাছে মনে হয় ভিন্ন। আনপ্লেয়েবল বলবো না, তা না হলে নবম উইকেটে ৫০-৬০ রানের জুটি হতো না। তাই আনপ্লেয়েবল অবশ্যই ছিল না।’

ঘরের মাঠের বাইরে যে কোনো দলকেই বিদেশে সংগ্রাম করতে হয়। যেমনটা বাংলাদেশেও করে থাকে।  দেশের বাইরের উইকেট নিয়ে বলতে গিয়ে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব বলেন, ‘ পিচের ব্যাপারটা নিয়ে আমরা অত কিছু চিন্তা করি না। আমার মনে হয় না এখন এমন কোনো দল আছে যারা দেশের বাইরে ভালো করছে। ভারত এশিয়ার ভেতরে শ্রীলঙ্কাতে ভালো করে। এর বাইরে গেলে ওরাও কিন্তু যথেষ্ট ভোগে। আর অন্য সব দল দেশের বাইরে গেলেই সংগ্রাম করে। যদিও এবার ইংল্যান্ড (শ্রীলঙ্কায়) খুব ভালো করল। এটা কিন্তু খুব ব্যতিক্রমী যে ওরা ভালো করে ফেলেছে। সাধারণত সবাই সংগ্রাম করে দেশের বাইরে। আমরাও জানি, আমরা বাইরে গেলে সংগ্রাম করি। এর জন্য বাইরে খেলার জন্য খুব ভালো প্রস্তুতি নিতে হবে। দীর্ঘ মেয়াদী পরিকল্পনা করতে হবে।’



রাইজিংবিডি/ঢাকা/২৪ নভেম্বর ২০১৮/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়