ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মিশরে পর্যটকদের বাসে বোমা হামলা, নিহত ৪

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:১৬, ২৯ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মিশরে পর্যটকদের বাসে বোমা হামলা, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক : মিশরে গিজা পিরামিড এলাকার কাছে রাস্তার পাশে পুঁতে রাখা বোমা পর্যটকবাহী বাসে বিস্ফোরিত হলে অন্তত চারজন নিহত হয়েছে। এদের মধ্যে তিনজন ভিয়েতনামের পর্যটক।  শুক্রবার এ ঘটনা ঘটেছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।

প্রধানমন্ত্রী মোস্তফা মাদবৌলি জানিয়েছেন, বাসটিতে ১৪ জন ভিয়েতনামি পর্যটক ছিল। বোমাটি রাস্তার পাশে একটি দেয়ালের আড়ালে রাখা ছিল। বাসটি ওই পথ দিয়ে যাওয়ার সময় বোমাটি বিস্ফোরিত হয়।

এক বিবৃতিতে মিশরীয় কর্মকর্তারা জানিয়েছেন, অন্তত ৯ ভিয়েতনামি ও বাসের চালক আহত হয়েছেন। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

বাসটিতে থাকা লান লি নামে এক পর্যটক বলেছেন, ‘আমরা শব্দ ও আলো প্রদর্শনীতে যাচ্ছিলাম এবং এরপরই বোমা বিস্ফোরণের শব্দ পেলাম। এটা ছিল ভয়ঙ্কর, লোকজন চিৎকার করছিল। এরপর আমি আর  কিছুই মনে করতে পারছি না।’

কোনো গোষ্ঠী অবশ্য তাৎক্ষনিকভাবে এ হামলার দায় স্বীকার করেনি। তবে এর আগেও চরমপন্থী সন্ত্রাসীরা পর্যটকদের ওপর হামলা চালিয়েছে।





রাইজিংবিডি/ঢাকা/২৯ ডিসেম্বর ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়