ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বৃষ্টি নেই, বিপাকে আম-লিচুর বাগানমালিকরা

মহাসিন আলী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৩৫, ৩ মে ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বৃষ্টি নেই, বিপাকে আম-লিচুর বাগানমালিকরা

আম টিকিয়ে রাখতে গাছে স্প্রে করা হচ্ছে

মহাসিন আলী
মেহেরপুর, ৩ মে : বৈশাখ মাসের ২০ দিন পেরিয়ে গেলেও মেহেরপুরে বৃষ্টির দেখা মেলেনি। আম-লিচুর বাগান নিয়ে বিপাকে বাগানমালিক ও লিজগ্রহীতারা।

গরমের তীব্রতায় বোঁটা শুকিয়ে ঝরে পড়ছে আম-লিচু। ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে জেলা কৃষি বিভাগ। আতঙ্কে রয়েছে বাগানমালিক ও লিজগ্রহীতারা। অনেকে বাগানে শ্যালো মেশিন বসিয়েছেন। আবার অনেকে গাছের আমে স্প্রের মাধ্যমে পানি ও বিষ ছিটাচ্ছেন।

আম-লিচুর জেলা হিসেবে মেহেরপুরের পরিচিতি অনেক দিনের। উপযোগী আবহাওয়ার কারণে দিনে দিনে এখানে বেড়েছে আম-লিচুর বাগান। এ জেলার ল্যাংড়া ও হিমসাগর আম সারা দেশে সমাদৃত। অনেকে আম-লিচুর মুকুল আসার আগেই বাগান লিজ নিয়ে ব্যবসা করেন। কিন্তু এ বছর সময়মতো বৃষ্টি না হওয়া এসব বাগানমালিক ও ব্যবসায়ীরা পড়েছেন বিপাকে।

 

 

রাইজিংবিডি/টিপু/আবু মো.

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়