ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ক্ষেতলালে বাস ও ট্রাকে অগ্নিসংযোগ, আহত ১০

আজিজুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৭, ২৪ ফেব্রুয়ারি ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ক্ষেতলালে বাস ও ট্রাকে অগ্নিসংযোগ, আহত ১০

আগুনে পুড়ে যাওয়া বাসটি

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কের ক্ষেতলাল উপজেলার মাটিরঘর এলাকায় শ্যামলী পরিবহণের একটি বাস ও কলাভর্তি একটি ট্রাক থামিয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

 

এ ঘটনায় ১০ জনের বেশি আহত হয়েছেন বলে তাৎক্ষণিকভাবে জানা গেছে। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে এই ঘটনায় ঘটে।

 

শ্যামলী পরিবহণের চালক বাচ্চু মিঞা জানান, বেলা সাড়ে ১২ টার দিকে মাটিরঘর এলাকায় পৌঁছালে একটি ভটভটি দিয়ে রাস্তা অবরোধ করা হয়। এ সময় চারটি মোটরসাইকেলে ৮-১০ জনের দুর্বৃত্ত গাড়িতে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে। একই সময়ে শ্যামলী পরিবহণের পেছনে থাকা কলা ভর্তি ট্রাকেও একই কায়দায় অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। প্রথমে মাঠে কৃষি কাজে কর্মরত কৃষকরা এবং পরবর্তীতে জয়পুরহাট থেকে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। যাত্রীরা হলেন-মোছা. নাইচ, তার স্বামী মুকুল মন্ডল, ফজর আলী ও আব্দুর রহিমসহ ১০ জন।

 

জয়পুরহাট সহকারী পুলিশ সুপার ও ক্ষেতলাল থানার ওসি মনিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন ।

 

 

 

 

রাইজিংবিডি/জয়পুরহাট/২৪ ফেব্রুয়ারি ২০১৫/আজিজুর/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়