ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

১৯৫৪ বিশ্বকাপ : কী ছিল অফিসিয়াল পোস্টারে

সাইফ হাসনাত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০৬, ২২ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
১৯৫৪ বিশ্বকাপ : কী ছিল অফিসিয়াল পোস্টারে

এক মাসেরও কম সময়ের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় ক্রীড়াযজ্ঞ ফিফা ফুটবল বিশ্বকাপ।

কদিন বাদেই রাশিয়ায় শুরু হবে ফুটবল-যুদ্ধ। প্রতিটি বিশ্বকাপে ফিফা একটি করে আনুষ্ঠানিক পোস্টার অবমুক্ত করে। আয়োজক দেশ, আয়োজক দেশের সংস্কৃতি এবং ফুটবলের প্রতি দর্শকদের আবেগ ও ভালোবাসার প্রকাশ ঘটে পোস্টারগুলোতে। সেই সব পোস্টার নিয়ে রাইজিংবিডির বিশেষ আয়োজনের পঞ্চম পর্ব প্রকাশ হলো—

ফুটবল বিশ্বকাপের পোস্টারগুলোতে সমকালীন চিত্রকলার ধরন ও পরিচয় ফুটে উঠেছে। গত ৮৪ বছরে অনুষ্ঠিত হওয়া ২০ বিশ্বকাপে ২০টি পোস্টার প্রকাশ করেছে ফিফা। আসন্ন রাশিয়া বিশ্বকাপ উপলক্ষ্যে প্রকাশিত হয়েছে ২১তম পোস্টারটিও। প্রায় এক শতাব্দী ধরে প্রকাশ হতে থাকা এই সব পোস্টার আসলে হয়ে উঠেছে কালের সাক্ষী। এতে আয়োজক দেশের শিল্প-সংস্কৃতি, চিত্রকলার রুচি ও সমকালীন অনেক কিছুই প্রকাশ পেয়েছে।

১৯৫৪ সালের বিশ্বকাপ অনুষ্ঠিত হয় সুইজারল্যান্ডে। নানা কারণে এই বিশ্বকাপ ইতিহাসে চিরস্মরণীয়। এক নম্বর কারণ হল ১৯৫৪ সালের বিশ্বকাপই প্রথমবার টিভিতে সরাসরি সম্প্রচার করা হয়। আরো একটা কারণ হল, এই বিশ্বকাপের মাধ্যমেই ফিফার ৫০ বছর পূর্তি হয়। এই আসরের শিরোপা জিতে তৎকালীন পশ্চিম জার্মানি। রানার্স আপ হয় হাঙ্গেরি।

১৯৫৪ সালের বিশ্বকাপের অফিসিয়াল পোস্টার সম্পর্কে খুব বেশি ধারণা পাওয়া যায় না। এ বিষয়ক ফিফার আর্কাইভে শুধু পোস্টারটিই শোভা পাচ্ছে। তাতে দেখা যায় একজন গোলরক্ষক একটি গোল সেভ করতে ব্যর্থ হয়েছেন। ছবিটিতে দেখা যায়, ফাঁকি দিয়ে জালে ঢুকে যাওয়া বলের দিকে হতাশা ও বিরক্তিমাখা চোখে-মুখে তাকিয়ে আছেন গোলরক্ষক। পোস্টারে থাকা বলটির রঙ কমলা ও সাদা। যা আয়োজক সুইজারল্যান্ডের জাতীয় পতাকার রঙের দিকে ইঙ্গিত করে।

এই পোস্টারটি বিশ্বকাপের অফিসিয়াল পোস্টার হলেও এতে প্রত্যাশিত কোনো চমক নেই। পঞ্চাশের দশকে সুইজারল্যান্ড বা ইউরোপে যে ধরনের চিত্রকলার রীতি প্রচলিত ছিলো, ১৯৫৪ সালের পোস্টারে তার ছাপও নেই বললেই চলে। মনে করা হয়, এই পোস্টারটিই ফিফা বিশ্বকাপের সবচেয়ে কম আকর্ষণীয় পোস্টারগুলোর একটি।



রাইজিংবিডি/ঢাকা/২২ মে ২০১৮/সাইফ হাসনাত/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়