ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে মেক্সিকোর শুভ সূচনা

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৬, ১৭ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে মেক্সিকোর শুভ সূচনা

গোলের পর মেক্সিকোর খেলোয়াড়দের উল্লাস

ক্রীড়া ডেস্ক : রাশিয়ায় শিরোপা ধরে রাখার মিশনের শুরুতেই বড় ধাক্কা খেয়েছে জার্মানি। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের ১-০ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে মেক্সিকো। বিশ্বকাপে জার্মানির বিপক্ষে এটিই মেক্সিকোর প্রথম জয়। 

টানা তৃতীয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দল হিসেবে প্রথম ম্যাচে হার সঙ্গী করল জার্মানি। ২০০৬ সালের চ্যাম্পিয়ন ইতালি ২০১০ বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচেই হেরেছিল। সেই বিশ্বকাপের চ্যাম্পিয়ন স্পেন হারে ২০১৪ বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচেই।   

মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে ‘এফ’ গ্রুপের ম্যাচটি শুরু হয়েছিল বাংলাদেশ সময় রোববার রাত ৯টায়। ম্যাচের শুরু থেকেই জার্মানির রক্ষণে আক্রমণ শানিয়েছে মেক্সিকো। ৩৫ মিনিটে সেটিরই পুরস্কার পায় তারা। জার্মান সমর্থকদের হতাশায় ডুবিয়ে মেক্সিকোকে লিড এনে দেন ফরোয়ার্ড হিরভিং লোজানো।

হাভিয়ের হার্নান্দেজ বাঁ দিকে বল বাড়ান লোজানোকে। এক ডিফেন্ডারকে দারুণভাবে কাটিয়ে কোনাকুনি দিয়ে লক্ষ্যভেদ করেন লোজানো।  জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার ঝাঁপিয়ে পড়েও রুখতে পারেননি। 

তিন মিনিট পরই সমতায় ফিরতে পারত জার্মানি। কিন্তু দুর্ভাগ্য জার্মানদের। ডি বক্সের সামনে ফ্রি-কিক পেয়েছিল তারা। রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার টনি ক্রুসের জোরালো শট মেক্সিকোর গোলরক্ষক গিলের্মো ওচোয়ার হাত ছুঁয়ে বারে বাধা পেয়ে ফেরে। 

দ্বিতীয়ার্ধে ভালো দুটি সুযোগ পেয়েছিলেন জসুয়া কিমিচ ও টিমো ভের্নার। বক্সের ভেতর কিমিচের ওভারহেড কিক অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। শেষ পর্যন্ত আর ম্যাচেও ফেরা হয়নি জার্মানদের। লোজানোর ওই গোলই মেক্সিকোর জয়ের জন্য যথেষ্ট ছিল।

জার্মানি বিশ্বকাপের কোনো ম্যাচে সবশেষ আগে গোল খেয়েছিল ১৯৯৮ সালের টুর্নামেন্টে এবং শেষ পর্যন্ত তারা ম্যাচটা জিতেছিল। আর ম্যাচটা ছিল এই মেক্সিকোর বিপক্ষেই (২-১)। এবার আর সেটার পুনরাবৃত্তি ঘটাতে পারল না জার্মানরা। 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৭ জুন ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়