ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

বদলি হিসেবে নামতে অস্বীকৃতি, বিশ্বকাপ থেকে দেশে ফেরত!

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৬, ১৮ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বদলি হিসেবে নামতে অস্বীকৃতি, বিশ্বকাপ থেকে দেশে ফেরত!

ক্রোয়েশিয়ার ফরোয়ার্ড নিকোলা কালিনিক

ক্রীড়া ডেস্ক : বদলি হিসেবে মাঠে নামতে অস্বীকৃতি জানিয়েছিলেন। ক্রোয়েশিয়ার ফরোয়ার্ড নিকোলা কালিনিককে তাই বিশ্বকাপ দল থেকে ছাঁটাই করে দেশেই পাঠিয়ে দেওয়া হচ্ছে!

ঘটনাটা গত শনিবারের। ‘ডি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে নাইজেরিয়ার মুখোমুখি হয়েছিল ক্রোয়েশিয়া। টানা চতুর্থ আন্তর্জাতিক ম্যাচে কালিনিককে বেঞ্চে রেখে একাদশ সাজিয়েছিলেন ক্রোয়েশিয়ার কোচ জ্লাটকো দালিচ।

ম্যাচ শেষ হওয়ার পাঁচ মিনিট বাকি থাকতে কালিনিককে বদলি হিসেবে নামাতে চেয়েছিলেন ক্রোয়েশিয়ার কোচ। ক্রোয়েশিয়ার সংবাদমাধ্যম বলছে, কালিনিক কোচের নির্দেশ মানতে অস্বীকৃতি জানান। কারণ হিসেবে জানান, তার পিঠে সমস্যা।

পরে মারিও মানজুকিচের বদলি হিসেবে মার্কো জাকাকে মাঠে নামান দালিচ। নাইজেরিয়ার বিপক্ষে ২-০ গোলে জয়ের পর সংবাদ সম্মেলনে ক্রোয়েশিয়ার কোচ বলেছিলেন, কোনো রকমের চোট ছাড়াই দল ম্যাচ শেষ করেছে কিন্তু ‘একটা সমস্যা সঙ্গী হয়েছে’।

জানা গেছে, কালিনিকের কথায় সন্তুষ্ট হতে পারেননি ক্রোয়েশিয়ার কোচ দালিচ। সোমবার সকালে তাই কালিনিককে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেন কোচ। আর্জেন্টিনার বিপক্ষে দ্বিতীয় ম্যাচের আগে সেন্ট পিটার্সবুর্গে রোববার ক্রোয়েশিয়ার অনুশীলনেও দেখা যায়নি ৩০ বছর বয়সি ফরোয়ার্ডকে।

ক্রোয়েশিয়া ফুটবল ফেডারেশন অবশ্য এখনো কালিনিককে দল থেকে ছাঁটাই করার ব্যাপারটি নিশ্চিত করেনি। তবে কোচ দালিচ সোমবারই সংবাদ সম্মেলনে বিষয়টি পরিষ্কার করবেন।

তথ্যসূত্র : ডেইলি মেইল অনলাইন।



রাইজিংবিডি/ঢাকা/১৮ জুন ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়