ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

পুসকাসকে ছাড়িয়ে গেলেন রোনালদো

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৫, ২০ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পুসকাসকে ছাড়িয়ে গেলেন রোনালদো

গোলের পর ক্রিস্টিয়ানো রোনালদো

ক্রীড়া ডেস্ক : প্রথম ম্যাচে হ্যাটট্রিক করে ছুঁয়েছিলেন ফেরেন্স পুসকাসকে। দ্বিতীয় ম্যাচের শুরুতেই গোল করে পুসকাসকে ছাড়িয়ে গেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ইউরোপিয়ান অঞ্চলে সবচেয়ে বেশি আন্তর্জাতিক গোলের রেকর্ড এখন এককভাবে পর্তুগালের ফরোয়ার্ডের।

মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে বুধবার ‘বি’ গ্রুপে মরক্কোর বিপক্ষে ম্যাচের পঞ্চম মিনিটেই হেডে গোল করে পর্তুগালকে এগিয়ে দেন রোনালদো। এবারের আসরে এটি রোনালদোর চতুর্থ গোল।

পর্তুগালের হয়ে ১৫২* ম্যাচে রোনালদোর আন্তর্জাতিক গোলসংখ্যা হলো ৮৫টি। পুসকাস ৮৫ ম্যাচে ৮৪ গোল করেছিলেন হাঙ্গেরি ও স্পেনের হয়ে।

ইউরোপিয়ান অঞ্চলে সবার ওপরে থাকলেও সর্বকালের রেকর্ডে রোনালদো আছেন তালিকার দ্বিতীয় স্থানে। ইরানের হয়ে ১৪৯ ম্যাচে ১০৯ গোল করে শীর্ষে আছেন আলী দায়ি।

রোনালদো তার আগের তিন বিশ্বকাপ মিলিয়ে করেছিলেন মাত্র ৩ গোল, ইরান (২০০৬), উত্তর কোরিয়া (২০১০) ও ঘানার (২০১৪) বিপক্ষে।

রিয়াল মাদ্রিদ তারকা এবারের আসরে প্রথম ম্যাচেই করেন তিন গোল! তার হ্যাটট্রিকে নিজেদের প্রথম ম্যাচে স্পেনের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে পর্তুগাল। এবার মরক্কোর বিপক্ষে রোনালদো গোল করলেন শুরুতেই।

১৯৬৬ সালে হোসে তোরেসের পর প্রথম পর্তুগিজ খেলোয়াড় হিসেবে একক কোনো বিশ্বকাপে ডান পায়ে, বাঁ পায়ে ও হেডে গোল করলেন রোনালদো।

 



রাইজিংবিডি/ঢাকা/২০ জুন ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়