ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘চাপে নেই ক্রোয়েশিয়া’

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৭, ১১ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘চাপে নেই ক্রোয়েশিয়া’

ক্রোয়েশিয়ার কোচ জ্লাটকো দালিচ

ক্রীড়া ডেস্ক : প্রথমবারের মতো ফাইনালে যাওয়ার হাতছানি। ইংল্যান্ডকে হারাতে পারলেই ক্রোয়েশিয়ার ফুটবল ইতিহাসে নতুন একটি অধ্যায় রচিত হবে। কিন্তু কাজটা তো সহজ নয়। এবারের বিশ্বকাপে দুর্দান্ত খেলে আসছে ইংল্যান্ড। হ্যারি কেন ৬ গোল করে গোল্ডেন বুট জয়ের দৌড়ে একক আধিপত্য বিস্তার করে রেখেছেন। তার সঙ্গে অন্যান্যরাও আছেন দারুণ ছন্দে। দলটা যখন ইংল্যান্ড, তখন চাপ তো কাজ করতেই পারে।

কিন্তু ক্রোয়েশিয়ার কোচ জ্লাটকো দালিচ জানিয়েছেন তারা চাপে নেই। ইংল্যান্ডের বিপক্ষে চাপমুক্ত হয়ে খেলতে চায় তারা, ‘আমরা কোনো চাপ অনুভব করছি না। আমরা চাপ মুক্ত হয়েই খেলব। আমরা ফুটবলটাকে উপভোগ করতে এসেছি। আমরা জানি যে ইংল্যান্ডের মতো ভালো একটি দলের বিপক্ষে খেলতে যাচ্ছি। আশা করছি অন্যরকম একটি ম্যাচ হবে। আমাদের সঙ্গে যা যায় সেভাবেই খেলব আমরা।’

ইংল্যান্ডকে পেছনে ফেলে ক্রোয়েশিয়া ফাইনালে গেলে এবং শিরোপা জিতলে কী হবে সেটা কল্পনাও করতে পারেন না কোচ। তিনি মনে করছেন তেমন কিছু হলে হয়তো একদিন সরকারি ছুটি থাকবে, ‘২০ বছর পর আমরা সেখানে আসতে পেরেছি যেখানে আমাদের থাকার কথা ছিল। আমরা এখানে আসার যোগ্য ছিলাম। আমি আসলে কল্পনাই করতে পারি না ক্রোয়েশিয়া বিশ্বকাপ জিতলে কী হবে। সম্ভবত একদিনের জন্য কেউ কোনো কাজে যাবে না।’

রাশিয়ার বিপক্ষে গোল করা ক্রোয়েশিয়ার স্ট্রাইকার আন্দ্রেজ ক্রামারিচ এই ম্যাচটি খেলতে মুখিয়ে আছেন। তার মতে দলের সবাই মুখিয়ে আছে, ‘এই ম্যাচের জন্য দলের সবাই অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। দলের কেউ-ই ক্লান্ত নয়। বিশ্বকাপে শুরুতে আমি ইংল্যান্ডকে ফেভারিট মনে করিনি। তাদের দলে অনেক তরুণ খেলোয়াড় রয়েছে। তারা ভালো খেলছে। হয়তো ম্যাচটি আমাদের জন্য কঠিন হবে। তবে এমন সুযোগ জীবনে বার বার আসে না।’




রাইজিংবিডি/ঢাকা/১১ জুলাই ২০১৮/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়