ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

সমালোচকদের কড়া জবাব দিলেন মড্রিচ

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:২৫, ১১ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সমালোচকদের কড়া জবাব দিলেন মড্রিচ

ক্রীড়া ডেস্ক: ইংল্যান্ডের বিপক্ষে ক্রোয়েশিয়া কোনো প্রতিদ্বনদ্বীতাই করতে পারবে না, এমন ধারণা ছিল ইংলিশ সাংবাদিক এবং ফুটবল বিশেষজ্ঞদের।

নিয়মিত প্রতিবেদন কিংবা কলামে ক্রোয়েশিয়াকে দূর্বল দল হিসেবেই তুলে ধরেছিলেন তারা। পাশাপাশি টিভি শো’গুলোতেও ক্রোয়েশিয়াকে অসম্মান করছিলেন। বিষয়গুলো চোখে লেগেছিল ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মড্রিচের। কষ্ট পেয়েছিলেন ফুটবল বোদ্ধাদের অসম্মানে। তাইতো ইংল্যান্ডকে হারানোর পর সমালোচকদের কড়া জবাব দিয়েছেন লুকা মড্রিচ।

বুধবার রাতে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ক্রোয়েশিয়া প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে। ম্যাচ শেষে আইটিভিকে মড্রিচ বলেন,‘সবাই কথা বলছিল আমাদের নিয়ে...ইংলিশ সাংবাদিক, ফুটবল বোদ্ধারা…টেলিভিশনে কথা হচ্ছিল। তাদের ধারণা ছিল ক্রোয়েশিয়া কোনো প্রতিদ্বন্দ্বীতা গড়তে পারবে না! আমাদের অবমূল্যায়ন করছিল। এটা তাদের একটা বড় ভুল।  তারা যেভাবে আমাদের নিয়ে কথা বলছিল সেগুলো আমরা শুনেছি, পড়েছি।’



‘তাদের কথা শুনে ক্ষোভ জমেছে আবার অনুপ্রেরণাও পেয়েছি। কারা বিশ্বকাপে ক্লান্ত সেটা প্রমাণ করতেই হবে, ইংল্যান্ড নাকি আমরা? তাদেরকে আরও মার্জিত এবং প্রতিপক্ষকে সম্মান করা শিখতে হবে। আমরা আবারও প্রমাণ করেছি আমরা ক্লান্ত নই। আমরা মানসিক ও শারীরিকভাবে ম্যাচে প্রভাব বিস্তার করেছি। অতিরিক্ত সময়ের আগেই আমরা জিতে যেতাম।’- যোগ করেন মড্রিচ।

প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে ক্রোয়েশিয়া। মড্রিচ, পেরিসিচ, রাকিতিচরা ইতিহাস সৃষ্টি করেছেন। দল প্রথমবারের মতো ফাইনালে উঠায় বেশ খুশি মড্রিচ,‘এটা আমাদের জন্য অনেক বড় অর্জন। দীর্ঘদিন পর আমাদের স্বপ্ন পূরণ হচ্ছে। আমরা ফাইনালে উঠেছি এটা ক্রোয়েশিয়ার ফুটবল ইতিহাসের সবথেকে বড় অর্জন। আমাদের গর্ব করা উচিত নিজেদের নিয়ে।’

                        

রাইজিংবিডি/ঢাকা/১২ জুলাই ২০১৮/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়