ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

পাইপ আমদানির নামে এসির যন্ত্রাংশ, ৭৬ লাখ টাকার পণ্য জব্দ

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৬, ১২ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পাইপ আমদানির নামে এসির যন্ত্রাংশ, ৭৬ লাখ টাকার পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক : মেটাল পাইপ আমদানির মিথ্যা ঘোষণায় আনা ৭৬ লাখ টাকার এয়ার কন্ডিশনারের (এসি) যন্ত্রাংশ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

বৃহস্পতিবার চট্টগ্রাম কাস্টমস হাউসে খালাসকালে ঘোষণাবহির্ভূত এসব পণ্য জব্দ করা হয়।

শুল্ক গোয়েন্দার মহাপরিচালক ড. মো. সহিদুল ইসলাম রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শুল্ক গোয়েন্দা জানায়, গোপন সংবাদ থাকায় শুল্ক গোয়েন্দা চট্টগ্রাম কাস্টমস হাউসে আসা একটি পণ্যচালানের খালাস স্থগিত করে। পরে শুল্ক গোয়েন্দা দল কর্তৃক আমদানিকারকের মনোনীত সিঅ্যান্ডএফের উপস্থিতিতে পণ্যচালান দুটির শতভাগ কায়িক পরীক্ষা করা হয়। পরীক্ষা শেষে ঘোষণাবহির্ভূত পণ্য এসির যন্ত্রাংশ পাওয়া যায়। যেখানে সরকারের প্রায় ৪৬ লাখ টাকারও বেশি রাজস্ব ফাঁকি হয়েছে। আমদানিকারক মিতলি ইমপোরিয়াম। আমদানিকারকের ঘোষণা অনুযায়ী পণ্যের মূল্য ১০ লাখ  টাকা এবং শুল্ক করাদির পরিমাণ ৬ লাখ  টাকা। পরীক্ষার পর পণ্যের মূল্য দাঁড়ায় ৩০ লাখ এবং শুল্ক করাদির পরিমাণ দাঁড়ায় ৪৬ লাখ  টাকা। অর্থাৎ শুল্ক করসহ মোট পণ্যমূল্য দাঁড়ায় প্রায় ৭৬ লাখ টাকা। এ বিষয়ে শুল্ক গোয়েন্দা তদন্ত প্রতিবেদন চট্টগ্রাম কাস্টম হাউসে পাঠিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১২ জুলাই ২০১৮/এম এ রহমান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়