ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

শিষ্যদের তিন পরামর্শ ফ্রান্স কোচের

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩১, ১৫ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শিষ্যদের তিন পরামর্শ ফ্রান্স কোচের

ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে ফেবারিট ভাবছে অনেকেই। ফরাসিরা ফেবারিট ছিল ২০১৬ ইউরোর ফাইনালেও। কিন্তু পর্তুগালের কাছে হেরে গিয়েছিল তারা। তাই তো বিশ্বকাপের ফাইনাল নিয়ে সতর্ক ফ্রান্স কোচ দিদিয়ের দেশম শিষ্যদের দিয়েছেন তিন পরামর্শ।

মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার রাত ৯টায় ফাইনালে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ফ্রান্স। ফাইনাল নিয়ে দেশম বলেছেন, ‘এই ধরনের ম্যাচ খেলতে পারা অনেক আনন্দের ও সম্মানের। একজন পেশাদার ফুটবলারের জন্য বিশ্বকাপের ফাইনাল খেলার চেয়ে সুন্দর আর কিছু নেই।’

ফাইনাল বলে কথা। ম্যাচে চাপও থাকবে অন্য যেকোনো ম্যাচের দ্বিগুণ। শিষ্যদের তাই তিনটি নির্দেশনা দিয়েছেন ফ্রান্স কোচ, ‘যতটা পেরেছি আমরা দলকে সেরাভাবে প্রস্তুত করেছি। আমরা অবশ্যই শান্ত, আত্মবিশ্বাসী এবং মনোযোগী থাকব- ফাইনালের জন্য ছেলেদের তৈরি করতে আমরা এই তিনটি বিষয়ে মনোযোগ দিয়েছি।’

দুই বছর আগে প্যারিসের ফাইনালে পর্তুগালের কাছে হেরে যাওয়া দল থেকে এই দলটি অনেক আলাদা মনে বলে করছেন দেশম, ‘ইউরো ফাইনালের পর থেকে আমি ১৪ জনকে দলে নিয়েছি। রাশিয়ায় এসে তারা বড় টুর্নামেন্টে খেলা সম্পর্কে প্রথম শিখেছে। ফলে অভিজ্ঞতায় ঘাটতি আছে, কিন্তু মানে কমতি নেই।’

ক্রোয়েশিয়াকে নিয়ে ফ্রান্সের বিশ্বকাপজয়ী এই অধিনায়কের মূল্যায়ন, ‘দারুণ ক্লাবে খেলার অভিজ্ঞতাসম্পন্ন খেলোয়াড় ক্রোয়েশিয়া দলে আছে। দীর্ঘদিন ধরে তাদের দলটি একসঙ্গে আছে। কিন্তু এখানে আমরা যেসব দলের মুখোমুখি হয়েছি, তারা আরো অভিজ্ঞ ছিল।’

তথ্যসূত্র : রয়টার্স।




রাইজিংবিডি/ঢাকা/১৫ জুলাই ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়