ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘গণতন্ত্র ছাড়া সমৃদ্ধি সম্ভব নয়’

মাওলা সুজন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৭, ২৫ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘গণতন্ত্র ছাড়া সমৃদ্ধি সম্ভব নয়’

নোয়াখালী প্রতিনিধি : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘গণতন্ত্র ছাড়া সমৃদ্ধি সম্ভব নয়।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেছেন, ‘অনেক মিডিয়ায় দেখেছি- আওয়ামী লীগ গণতন্ত্রে নয়, সমৃদ্ধির ওপর জোর দিচ্ছে। এটা ঠিক না। অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেছেন, গণতন্ত্র ছাড়া সমৃদ্ধি হয় না। আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে বলেই দেশে সমৃদ্ধি হচ্ছে।’

মঙ্গলবার বেগমগঞ্জ চৌরাস্তায় মন্ত্রী নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে নৌকার প্রার্থী মামুনুর রশীদ কিরনের সমর্থনে এক পথসভায় এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘ঊনসত্তরের পর আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে, গণতান্ত্রিকভাবে নির্বাচনের মাধ্যমে এসেছে। বন্দুকের নল উঁচিয়ে নয়।’

তিনি বলেন, ‘গণতন্ত্রের ম্যাজিশিয়ান হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার ম্যাজিকে সারা দেশে নৌকার জয়জয়কার। কারণ নৌকা উন্নয়নের প্রতীক। নৌকায় ভোট দিলে জনগণ কিছু পায়, দেশের উন্নয়ন হয়।’

এ সময় মন্ত্রী বেগমগঞ্জবাসীর উদ্দেশে বলেন, ‘আওয়ামী লীগ আগামীবার ক্ষমতায় আসলে জেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনীতে ফ্লাইওভার নির্মাণ করা হবে। একইসাথে নোয়াখালী থেকে ফেনী, ফেনী থেকে লক্ষ্মীপুর পর্যন্ত ফোর লেন সড়কের পরিকল্পনা হাতে নেওয়া হবে।’

মন্ত্রীর সাথে এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী-৩ আসনের প্রার্থী মামুনুর রশীদ কিরন, জেলা পরিষদ চেয়ারম্যান ডা. এ বি এম জাফর উল্যাহসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।




রাইজিংবিডি/নোয়াখালী/২৫ ডিসেম্বর ২০১৮/মাওলা সুজন/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ