ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

‘বিশ্বব্যাংকের জবাবের অপেক্ষায় আছি’

নৃপেন রায় || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২২, ১৩ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘বিশ্বব্যাংকের জবাবের অপেক্ষায় আছি’

নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির বিষয়ে বিশ্বব্যাংকের তোলা অভিযোগ কানাডার আদালতে খারিজ হয়েছে। এর পরিপ্রেক্ষিতে এখন বিশ্বব্যাংকের জবাব প্রত্যাশা করছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে কৃষিবিদ দিবসের অনুষ্ঠানে তিনি বলেন, ‘বিশ্বব্যাংক এখন কী বলে দেখি। বিশ্বব্যাংকের জবাবের অপেক্ষায় আছি।’

ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘কত অপমান, কত অসম্মান! দুর্নীতির অভিযোগ দিয়েছে বিশ্বব্যাংক। হতাশায় নিমজ্জিত হয়ে ছিলাম। অনেকে টিটকারি করেছে, বিদ্রুপ করেছে। আবার কিছু কিছু পত্রিকা সমালোচনাও করেছে। বাদ যায়নি টিভিতে সুশীলদের কথাও। আজ প্রমাণিত হয়েছে, সেই পদ্মা সেতু স্বচ্ছতার মধ্য দিয়ে শুরু হয়েছিল। ২০১৮ সালের শেষের দিকে একই রকম স্বচ্ছতার মধ্য দিয়ে শেষ হবে।’

তিনি আরো বলেন, ‘পদ্মা সেতু আজ আমাদের সক্ষমতার প্রমাণ, সারা বিশ্বের কাছে সম্মান। বিশ্বব্যাংককে চ্যালেঞ্জ দিয়েছিলাম। আমরা বলেছিলাম, নিজস্ব অর্থায়নে আমরা পদ্মা সেতু নির্মাণ করব। বাঙালি বীরের জাতি, চোরের জাতি না- কানাডার আদালতে প্রমাণ হয়েছে।’

কৃষিবিদ ইনস্টিটিউটের সভাপতি এ এম এম সালেহর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষিবিদ ইনস্টিটিউটের প্রাক্তন সভাপতি ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, মহাসচিব খায়রুল আলম প্রিন্স।



রাইজিংবিডি/ঢাকা/১৩ ফেব্রুয়ারি ২০১৭/নৃপেন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়