ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ভিভিটেকের নতুন শর্ট থ্রো প্রজেক্টর

মনিরুল হক ফিরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৯, ১৬ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভিভিটেকের নতুন শর্ট থ্রো প্রজেক্টর

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : দেশের বাজারে এসেছে তাইওয়ানের ভিভিটেক ব্র্যান্ডের ডিএক্স৫৬৩এসটি মডেলের নতুন শর্ট থ্রো প্রজেক্টর।

আধুনিক এই প্রজেক্টরে রয়েছে ৩০০০ অ্যান্সি লুমেন্স এবং ডব্লিউইউএক্সজিএ (১৯২০ বাই ১২০০) রেজ্যুলেশন। এছাড়াও প্রজেক্টরটি ১৫০০০:১ কনট্রাস্ট রেশিও, এইচডিএমআই ১.৪ (ব্লু-রে উপযোগী), আরএস২৩২ সিরিয়াল পোর্ট সাপোর্ট করে।

এতে ২টি ভিজিএ ইন, ভিজিএ আউট এর ব্যবহারিতাও রয়েছে। মূলত এই প্রজেক্টরটি শর্ট থ্রো প্রযুক্তিতে তৈরি করায় খুব কাছ থেকেও ব্যবহার করা সম্ভব। তাই কনফারেন্স রুম ও ক্লাস রুমের জন্য প্রজেক্টরটি বিশেষ উপযোগী। এর ল্যাম্প লাইফ ১০,০০০ ঘণ্টা পর্যন্ত কার্যকরী।

প্রজেক্টরটির মূল্য ৪৯,০০০ হাজার টাকা। এটি বাজারে এনেছে দেশের অন্যতম শীর্ষ প্রযুক্তি পণ্যের প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেড। প্রজেক্টরটিতে ২ বছরের বিক্রয়োত্তর সেবা এবং ল্যাম্প এর জন্য ১,০০০ ঘণ্টা পর্যন্ত বিক্রয়োত্তর সেবা সুবিধা রয়েছে। আরো জানতে ভিজিট: https://globalbrand.com.bd

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৬ ফেব্রুয়ারি ২০১৭/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়