ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী পালানিস্বামী

রাসেল পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৩, ১৬ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী পালানিস্বামী

তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী পালানিস্বামী

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হলেন এদাপ্পাদি কে পালানিস্বামী।

বুধবার রাজ্য গভর্নর সি বিদ্যাসাগর তার নিয়োগ চূড়ান্ত করে মন্ত্রিসভা গঠনের আহ্বান জানান। এ ছাড়া আগামী ১৫ দিনের মধ্যে বিধানসভায় আস্থা ভোট আয়োজনের জন্য বলেন গভর্নর।

মঙ্গলবার দলের আইনপ্রণেতাদের ভোটে দলীয় প্রধান নির্বাচিত হন পালানিস্বামী। এ-সংক্রান্ত চিঠি গভর্নরের কাছে গৃহীত হওয়ার পর তার মুখ্যমন্ত্রী হওয়ার পথ পরিষ্কার হয়।

পালানিস্বামীর দাবি, তার পক্ষে দলের ১২৪ আইনপ্রণেতার সমর্থন রয়েছে, যেখানে পনিরসেলভামের পক্ষে রয়েছেন মাত্র ১০ জন।

দুর্নীতি মামলায় ভি কে শশীকলার চার বছরের জেল হওয়ায় মঙ্গলবার তার আহ্বানে দলের জরুরি বৈঠকে স্থানীয় আইনপ্রণেতারা পালানিস্বামীকে মুখ্যমন্ত্রীর পদে সমর্থন করেন। এই পদে শশীকলা তার নাম প্রস্তাব করে।

তামিলনাড়ুর জনপ্রিয় নেত্রী জয়ললিতার মৃত্যুর পর ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রীর দায়িত্ব পান পনিরসেলভাম। কয়েক দিন আগে পদত্যাগ করেন এবং মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার কথা ছিল শশীকলার। তবে পনিরসেলভাম দাবি করেন, তাকে জোরপূর্বক পদত্যাগ করানো হয়েছে।

শশীকলার বিরুদ্ধে বিদ্রোহ করেন পনিরসেলভাম। তার পক্ষে বেশ কয়েকজন আইনপ্রণেতা ও দলের কয়েকজন শীর্ষ নেতা অবস্থান নিলেও শেষ পর্যন্ত শশীকলার পছন্দের ব্যক্তি হলেন মুখ্যমন্ত্রী।
 

 


রাইজিংবিডি/ঢাকা/১৬ ফেব্রুয়ারি ২০১৭/রাসেল পারভেজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়