ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

হ্যাকারদের পর্নো অ্যাপস

মনিরুল হক ফিরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৩, ২২ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হ্যাকারদের পর্নো অ্যাপস

প্রতীকী ছবি

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : পর্নো দেখার সুবিধার্থে অনেকে ওয়েবসাইট ভিজিটের পরিবর্তে সরাসরি পর্নো অ্যাপ ব্যবহার করে থাকেন। যদিও গুগল তাদের অ্যাপ স্টোরে পর্নোগ্রাফি সমর্থন করে না, তারপরও নানা উপায়ে অ্যান্ড্রয়েড স্মার্টফোর্নে পর্নোগ্রাফির অ্যাপ ডাউনলোড করা যায়।

সরাসরি যেকোনো ব্রাউজার দিয়ে এপিকে অ্যাপ ডাউনলোড এবং ইনস্টল করে এ সুবিধা পাওয়া যায়। উদাহারণস্বরুপ বলা যায়, অনেকে পর্নো হাব-এর অ্যাপ ডাউনলোড করতে চায়।

কিন্তু অনিরাপদ সব মাধ্যম থেকে অ্যাপ ডাউনলোড এবং ইনস্টলের আগে, সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ইসেট-এর গবেষকদের সাম্প্রতিক গবেষণা জেনে নিন।

নিরাপত্তা প্রতিষ্ঠানটির গবেষণায় বলা হয়েছে, চতুর হ্যাকাররা ফেক ‘পর্নো হাব’ অ্যাপ তৈরি করেছে, যা দেখতে হুবহু আসল অ্যাপের মতোই। হ্যাকারদের তৈরি অ্যাপটি ব্যবহারকারীর ফোনকে সরাসরি হ্যাকারদের প্রবেশের সুবিধা দেয়। 

অ্যাপটি কোনো ভিডিও প্রদর্শনের আগে প্রথম ফোনের ভাইরাস চেকআপ করার অনুমতি চায়। অনুমতি দিলে এটি উল্টো র‌্যানসামওয়্যার ফোনে ইনস্টল করে দেয়, ফোনের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে ফেলে এবং বিটকয়েনের মধ্যে ১০০ ডলার দাবি করে, ফোন স্বাভাবিক করার জন্য। 

তথ্যসূত্র : মিরর



রাইজিংবিডি/ঢাকা/২২ ফেব্রুয়ারি ২০১৭/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়