ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ট্রাম্পের ভাষণের দিকে তাকিয়ে বিশ্ব

রাসেল পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩৪, ২৭ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ট্রাম্পের ভাষণের দিকে তাকিয়ে বিশ্ব

ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : সরকার গঠনের এক মাস এক সপ্তাহ পরে কংগ্রেসের যৌথ অধিবেশনে প্রথমবার ভাষণ দিতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তার এই ভাষণের দিকে তাকিয়ে আছে পুরো বিশ্ব। নানা বিতর্কের মধ্যে থাকা ট্রাম্প কি নতুন কোনো পথ দেখাবেন, তার পরিকল্পনায় কি কোনো পরিবর্তন আসবে- চলছে হিসাব-নিকাশ।

২০ জানুয়ারি ক্ষমতা গ্রহণের পরপরই একের পর এক বিতর্কিত পদক্ষেপ নিতে থাকেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তার এসব পদক্ষেপ ঘিরে দেশ-বিদেশে ব্যাপক বিক্ষোভ ও প্রতিবাদ ফুঁসে ওঠে। কিন্তু তিনি তার অবস্থানে অনড় রয়েছেন। উপরন্তু গণমাধ্যমের সঙ্গে বৈরিতা লিপ্ত হয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার রাতে কংগ্রেসে প্রতিনিধি পরিষদ ও সিনেটের সব সদস্যের সামনে ভাষণ দেবেন ট্রাম্প। এ সময় উপস্থিত থাকবেন ট্রাম্পের মন্ত্রিসভার সদস্যরা। ট্রাম্পের নীতিনির্ধারণীমূলক এ ভাষণের রূপরেখা তৈরি করছেন তার ঘনিষ্ঠজনরা। তার এই ভাষণ যুক্তরাষ্ট্রের লাখ লাখ মানুষ টেলিভিশনে দেখতে পাবেন।

হোয়াইট হাউস জানিয়েছে, এই ভাষণের মূলমন্ত্র হবে ‘আমেরিকান শক্তির পুনরুজ্জীবন।’

হোয়াইট হাউসের মুখপাত্র শন স্পাইসার জানিয়েছেন, জাতির জন্য একটি ইতিবাচক ভিশন দাঁড় করানোর দারুণ সুযোগ এটি। আমেরিকানদের জানাতে হবে, আমরা কোথায় যাব এবং কীভাবে যাব।

তথ্যসূত্র : এনডিটিভি অনলাইন।

 


রাইজিংবিডি/ঢাকা/২৭ ফেব্রুয়ারি ২০১৭/রাসেল পারভেজ/এএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়