ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কড়াইল বস্তিতে ফের আগুন

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:১৪, ১৬ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কড়াইল বস্তিতে ফের আগুন

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে আড়াই মাসের ব্যবধানে আবার অগ্নিকাণ্ড ঘটেছে।

বুধবার দিবাগত রাত ২টা ৫০ মিনিটে এ আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার দিবাগত রাত ২টা ৫০ মিনিটে এ আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ করছে।

মিজানুর রহমান বলেন, ‘কীভাবে আগুনের সূত্রপাত তা এখনো জানা যায়নি।’ এ প্রতিবেদন লেখা পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।

ঢাকার সবচেয়ে বড় এ বস্তিতে গত বছরের ৪ ডিসেম্বর ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে প্রায় পাঁচ শতাধিক ঘর পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় সহস্রাধিক মানুষ। এর আগে ওই বছর ১৪ মার্চ আগুন লেগে অর্ধশত ঘর পুড়ে যায়। অন্তত দুই জন আহত হয় সেদিন।

২০১৬ সালের শুরুতে লাগা ওই আগুনের এক বছরের মধ্যে একবার ও এক বছর দুই দিন পর দ্বিতীয়বারের মতো এ অগ্নিকাণ্ড ঘটল।

জানা গেছে, কড়াইল বস্তির ওই জমির মূল মালিক বিটিসিএল। গুলশান লেকের দুই তীরে দেড়শ একরের বেশি জমির ওপর বিশাল এলাকা নিয়ে এখন এই বস্তিতে কয়েক লাখ লোক বসবাস করেন। বস্তিতে পোশাক শ্রমিক, রিকশাচালকসহ ঢাকার নিম্ন আয়ের বহু মানুষ থাকে।

২০১২ সালে আদালতের এক আদেশের পর কড়াইলের জমি উদ্ধারের কাজ শুরু করে বিটিসিএল। কিন্তু সে সময় বস্তিবাসীদের আন্দোলনের কারণে জমি দখলমুক্ত করতে ব্যর্থ হয় বিটিসিএল।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা /১৬ মার্চ ২০১৭/নূর/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়