ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

প্রেমতলায় নিহত ২ জঙ্গির ডিএনএ পরীক্ষা করবে পুলিশ

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪০, ১৯ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রেমতলায় নিহত ২ জঙ্গির ডিএনএ পরীক্ষা করবে পুলিশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার প্রেমতলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে নিহত দুই জঙ্গির পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষা করা হবে বলে জানিয়েছে পুলিশ।

ইতিমধ্যে দুই জঙ্গির দেহ থেকে ডিএনএন নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম।

ডিআইজি শফিকুল ইসলাম বলেন, ‘চট্টগ্রামে নিহত ২ জঙ্গি ঢাকার মিরপুর থেকে নিখোঁজ রাফিদ আল হাসান (১৭) এবং আয়াদ আল হাসান (১৯) হতে পারে বলে ধারণা করা হচ্ছে। রাফিদ ও আয়াদের পরিবারের সদস্যদের শরীর থেকেও ডিএনএ নমুনা সংগ্রহ করে নিহতদের ডিএনএর সঙ্গে মিলিয়ে দেখা হবে। এর পরই দুই জঙ্গির পরিচয় নিশ্চিত হওয়া যাবে।’

তিনি আরো বলেন, সীতাকুণ্ডে জঙ্গিবিরোধী অভিযানে এক শিশু ও নারীসহ পাঁচজন নিহত হয়। এদের মধ্যে এক দম্পতি ও তাদের শিশুসন্তানের পরিচয় পাওয়া গেছে। তবে বোমায় ক্ষতবিক্ষত হয়ে যাওয়া দুই পুরুষ জঙ্গির পরিচয় পাওয়া যায়নি।

ঢাকার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাফিদ আল হাসান এবং আয়াদ আল হাসান গত বছরের ৯ আগস্ট থেকে নিখোঁজ রয়েছে বলে এদের পরিবার সূত্রে জানা গেছে।




রাইজিংবিডি/চট্টগ্রাম/১৯ মার্চ ২০১৭/রেজাউল/উজ্জল/এএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়